ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চোখ উৎপাটনের মামলা

খুলনায় পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

খুলনায় পিবিআইকে তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খানসহ ১৩ জনের বিরুদ্ধে শাহজালাল নামের এক ব্যক্তির চোখ উৎপাটনের মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে খুলনা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। এর আগে গত ৭ সেপ্টেম্বর শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত খুলনায় মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দী লিপিবদ্ধ করে শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করে। মামলার আসামিরা হলেন খালিশপুর থানার ওসি নাসিম খান, এসআই রাসেল, এসআই তাপস রায়, এসআই মিজান, এসআই মামুন, এসআই নুর ইসলাম, এএসআই সৈয়দ সাহেব আলী, আনসার সদস্য সিপাহী আফসার আলী, ল্যান্স নায়েক আবুল হোসেন ও নায়েক রেজাউল এবং ১৬/১ পুরাতন যশোর রোডের শুকুর আহম্মেদের মেয়ে সুমা আক্তার ও শিরোমনি বাদামতলা এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রাসেল। উল্লেখ্য, ১৮ জুলাই বাদীর ছেলে শাহজালাল স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের বাড়ি থেকে খুলনা মহানগরীর নয়াবাটি রেললাইন বস্তি কলোনির শ্বশুরবাড়িতে আসেন। ওই দিন রাত ৮টায় শাহজালাল তার শিশুকন্যার দুধ কেনার জন্য বাসার পাশের একটি দোকানে গেলে খালিশপুর থানার ওসি নাসিম খানের নির্দেশে কৌশলে তাকে থানায় ডেকে নেয়া হয়।
×