ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু;###;প্রাবন্ধিক;###;বি.এ (সম্মান) ১ম শ্রেণি ;###;এম. এ ১ম শ্রেণি;###;এম. ফিল গবেষক, ;###;দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বিসিএস কর্নার

১. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক. এশিয়া খ. ইউরোপ গ. আফ্রিকা ঘ. ওশেনিয়া ২. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ক. জাপানে খ. চীনে গ. ব্রিটেনে ঘ. ইন্দোনেশিয়ায় ৩. পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি? ক. ককেশাস খ. তৈগা গ. গোবি ঘ. সুন্দরবন ৪. ইউরোপের দ্বার বলা হয় কাকে? ক. ইতালিকে খ. গ্রিসকে গ. ভিয়েনাকে ঘ. তুরস্ককে ৫. বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কাকে? ক. আফ্রিকাকে খ. মিসরকে গ. ভারতকে ঘ. আমেরিকাকে ৬. চিলির মুদ্রার নাম কী? ক. কোরনা খ. রুবল গ. লিরা ঘ. পেসো ৭. ফ্রান্সের আইনসভার নাম কী? ক. সিনেট খ. চেম্বার গ. সিম ঘ. গ্রেস ৮. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি? ক. শাপলা খ. স্বর্ণদণ্ড গ. ক্যাঙ্গারু“ ঘ. গোলাপ ৯. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী কোনটি? ক. হংকং খ. ঢাকা গ. লন্ডন ঘ. টোকিও ১০. চির বসন্তের নগরী- ক. রোম খ. কিটো গ. সিডনি ঘ. ভেনিস ১১. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ক. ১০টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৬টি সঠিক উত্তর: ১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক
×