ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ গণিত

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে। তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি (পূর্ব প্রকাশের পর) ৯। প্রত্যেককে ১ হালি করে ১৬টি আম সমানভাবে ভাগ করে দিলে কতজনকে আমগুলো দেওয়া যাবে? ক. ২ জনকে খ. ৩ জনকে গ. ৪ জনকে ঘ. ৫ জনকে ১০। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা কম। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত? ক. ১১ টাকা খ. ১২ টাকা গ. ১৩ টাকা ঘ. ১৪ টাকা ১১। তিনজনের বয়সের সমষ্টি ৩৩ বছর। দুইজনের বয়স যথাক্রমে ১০ ও ১২ বছর হলে, অপর জনের বয়স কত? ক. ১০ বছর খ. ১১ বছর গ. ১২ বছর ঘ. ১৩ বছর ১২। পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ । পুত্রের বয়স ১৪ বছর হলে, পিতার বয়স কত? ক. ৫৬ বছর খ. ৫৮ বছর গ. ৬০ বছর ঘ. ৬২ বছর ১৩। ১টি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা ও ১টি টেবিলের মূল্য ১৩৮০ টাকা হলে টেবিলের মূল্য, চেয়ারের মূল্য থেকে কত বেশি? ক. ৬০৫ টাকা খ. ৭০৫ টাকা গ. ৮০৫ টাকা ঘ. ৮০৬ টাকা ১৪। দুই পুত্র ও মাতার বয়সের যোগফল ৫৫ বছর। ৪ বছর পর তাদের বয়সের যোগফল কত হবে? ক. ৬৫ বছর খ. ৬৭ বছর গ. ৬৯ বছর ঘ. ৭১ বছর ১৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ হলে, পুত্রের বয়স কত? ক. ৬ বছর খ. ৯ বছর গ. ১২ বছর ঘ. ১৫ বছর উত্তর: ৯.গ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.গ।
×