ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যাকিংয়ের শিকার ভেভো

প্রকাশিত: ০৬:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

হ্যাকিংয়ের শিকার ভেভো

হ্যাকিংয়ের শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হোস্টিং সাইট ‘ভেভো’। বিশ্বের সেরা সেরা শিল্পীদের মিউজিক ভিডিও ‘ভেভো’ সাইটে প্রকাশ হয়ে থাকে। আলোচিত হ্যাকার গ্রুপ ‘আওয়ারমাইন’ এর হ্যাকিংয়ের তালিকায় এবার নতুন নাম, ভেভো। প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশ করে হ্যাকার গ্রুপটি গুরুত্বপূর্ণ তথ্য ও স্পর্শকাতর ডকুমেন্ট চুরি করে ইন্টারনেটে উন্মুক্ত করে দিয়েছে। মিউজিক ইন্ডাস্ট্রি জায়ান্ট সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক, ওয়ার্নার মিউজিক, আবুধাবি মিডিয়া, গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেটের যৌথ উদ্যোগ- ভেভো। আওয়ারমাইন হ্যাকার গ্রুপটি বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান এবং তারকাদের সাইট ও সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্ট হ্যাক করে থাকে। তারই ধারবাহিকতায় নতুন শিকার ভেভো। হ্যাকার কর্তৃক তথ্য চুরি যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে ভেভো কর্তৃপক্ষ। অর্থনৈতিক রিপোর্টার শত কোটি ডলারে নজর রোভিও’র শেয়ার বাজারে শত কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠান হিসেবে নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছে এ্যাংরি বার্ডস গেইমের নির্মাতা প্রতিষ্ঠান রোভিও। শেয়ার বাজারে প্রবেশ করলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক মূল্য ৯৬ কোটি থেকে ১০৭ কোটি মার্কিন ডলারের মধ্যে রাখার প্রয়াশ করেছে রোভিও বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। শেয়ার বাজারে নাম উঠলে তা প্রতিষ্ঠানের ব্যবসা বাড়াতে সহায়ক হবে বলে ধারণা প্রকাশ করেছেন ফিনিশ গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাতি লেভোরান্তা। লেভোরান্তা বলেন, চলচ্চিত্র ও পণ্য বিক্রি মিলিয়ে এটি শুধু গেইমিং প্রতিষ্ঠান নয়, তার চেয়েও বড় কিছু। চলতি বছরের ৩ অক্টোবরে হেলসিংকি নাসদাক-এর মূল অংশে নাম ওঠাতে যাচ্ছে রোভিও। এ বছর জুন পর্যন্ত ২৬ কোটি ৮৫ লাখ ইউরো আয়ের হিসাব দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২১ কোটি ইউরো আয় হয়েছে গেইম ব্যবসা থেকে। আর পাঁচ কোটি ৫৭ লাখ ইউরো এসেছে ব্র্যান্ড লাইসেন্সিং থেকে। -অর্থনৈতিক রিপোর্টার
×