ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোখের ইশারায় লক-আনলক হবে মুঠোফোন

প্রকাশিত: ০৬:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

চোখের ইশারায় লক-আনলক হবে মুঠোফোন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চোখের ইশারায় লক-আনলক হবে মুঠোফোন। আইফোন টেন নামে নতুন প্রযুক্তির এই ফোন আনছে টেক জায়ান্ট এ্যাপল। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষে নবেম্বরে বাজারে আসছে এটি। রোমান সঙ্কেত থাকায় আইফোন টেনকে অনেকে ডাকছেন, আইফোন এক্স নামে। বাংলাদেশী টাকায় যার মূল্য ধরা হয়েছে ৮০ হাজার। প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন চমক আইফোন টেন। এ্যাপলের মুঠোফোনের সবশেষ সংস্করণ এটি। গেল সপ্তাহে, ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে নতুন এই ডিভাইসের সঙ্গে পরিচয় করে দেয় এ্যাপল কর্তৃপক্ষ। সর্বাধুনিক প্রযুক্তির আইফোন টেনের ফিচারে এসেছে, বেশ কিছু পরিবর্তন। মুঠোফোনটি চালুর পর, এ্যাপসগুলোও থাকবে অদৃশ্য। বাটন টেপার পরই দৃশ্যমান হবে এ্যাপস। ফোনের লক সিস্টেমে আনা হয়েছে ভিন্নতা। স্মার্টফোনের ব্যবহারকারীরা এতদিন হাতের ছাপ, কিংবা পাসওয়ার্ডে লক-আনলক করে আসলেও, আইফোন টেন চালু ও বন্ধ হবে চোখের ইশারায়।
×