ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

প্রকাশিত: ০৬:১৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

মাগুরায় চালের অস্বাভাবিক  মূল্য বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় মিলারদের সিন্ডিকেটের কারণে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে । প্রতি মণে (৪০ কেজি) দাম বেড়েছে দুইশত টাকা। ফলে ক্রেতারা বিপাকে পড়েছেন। জানা গেছে, মাগুরার চাউলের বাজারের প্রকার ভেদে প্রতি মণে (৪০ কেজি ) দাম বেড়েছে দুইশত টাকা করে। আটাশ চাল ৪৮ টাকা থেকে পঞ্চাশ টাকা , মিনিকেট প্রকার ভেদে ৫৫ টাকা থেকে ৫৯ টাকা , বাসমতি ৬৫ টাকা থেকে ৬৮ টাকা এবং মোটা সর্বনি্ম্ন ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন পূর্বে এই চালের দাম প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা এবং প্রতি মণে একশত পঞ্চাশ টাকা কমছিল। চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বিপাকে পড়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছে। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে চাল বিক্রেতারা জানান, মোকামে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ধানের দামও বৃদ্ধি পেয়েছে সেজন্য চালের দাম বেড়েছে।
×