ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৬০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৬:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ব্লক মার্কেটে ১৬০ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৮৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের দিন এ মার্কেটে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। জানা গেছে, ১৪টি কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়। কোম্পানিগুলোর মোট চার কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৩৪৮টি শেয়ার হাতবদল হয়, যার বাজার মূল্য দাঁড়ায় ১৫৯ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকা। ব্লক মার্কেটে ৭১ কোটি ৮২ লাখ টাকার মোট দুই কোটি এক লাখ আট হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির ১৪৪ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকার চার কোটি ৫২ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়। আর দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার লেনদেন হয় সিটি ব্যাংকের। এ ব্যাংকটির ১০ লাখ শেয়ার চার কোটি ৮০ লাখ টাকায় লেনদেন হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×