ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা চার জয়ে শীর্ষে ইন্টার মিলান

প্রকাশিত: ০৬:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

টানা চার জয়ে শীর্ষে ইন্টার মিলান

স্পোর্টস রিপোর্টার ॥ এবার মৌসুমের শুরুটাই দারুণ কাটছে ইন্টার মিলানের। গত মৌসুমে ৭ নম্বরে থেকে শেষ করা এ ঐতিহ্যবাহী ক্লাবটি এবার টানা জয়ের মধ্যে আছে। শনিবার রাতে দুর্বলতর দল ক্রোটোনের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে তারা। ফলে টানা ৪ জয়ে এখন পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে ইন্টার ইতালিয়ান সিরি ‘এ’ লীগে। একইদিনে এএস রোমা ৩-০ গোলে হারিয়েছে ভেরোনাকে। তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তাদের, ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে গত মৌসুমের রানার্সআপরা। সবেমাত্রই শুরু হয়েছে সিরি ‘এ’ লীগ। একমাত্র দল হিসেবে ইন্টার খেলেছে সর্বাধিক ৪ ম্যাচ। সেরা পাঁচে থাকা বাকি সবগুলো দলই ৩ ম্যাচ করে খেলেছে। এ পর্যায় পর্যন্ত ইন্টারের খুব বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে গত কয়েকবারের শিরোপাধারী জুভেন্টাস ও নেপোলি। ৩ ম্যাচের সবগুলো জিতে তারা ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে। রবিবার রাতেই এ দুটি দলের চারে চার জয় হয়ে যাবে জিততে পারলে। ক্রোটোনের বিরুদ্ধে গোল পেতে বেশ দেরি হয়েছে শনিবার। অনেক বিলম্বে দলের জন্য গোল এনে দিয়েছেন মিলান স্ক্রিনিয়ার ও ইভান পেরিসিচ। এ বিষয়ে স্প্যালেট্টি বলেন, ‘এটা খুব সহজ ছিল না। এই ধরনের পরিস্থিতিতে জেতা প্রমাণ করছে যে আমরা এর সঙ্গে মানিয়ে উঠতে পারি। কারণ ক্যালাব্রিয়াতে অনেক গরম। মাঠটাও খুব শুকনো, খটখটে ও রুক্ষ। এর কারণে বলগুলো ধীরগতিতে আসছিল এবং প্রথমার্ধে তীব্র বাতাসও বেশ প্রতিকূল আচরণ করেছে।’
×