ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসি লেগস্পিনার বব হল্যান্ডের মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অসি লেগস্পিনার বব হল্যান্ডের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট লেগস্পিনার বব হল্যান্ড সিডনিতে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যান্সারে ভোগা এ লেগস্পিনার ৭০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার পরিবারের পক্ষ থেকে রবিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার ছেলে ক্রেইগ হল্যান্ড জানান, গত সপ্তাহে পড়ে গিয়ে পাঁজর ভেঙ্গে গিয়েছিল ববের। পরে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নেয়া হয়। গত মার্চেই তার মারাত্মক পর্যায়ে থাকা মস্তিষ্কের ক্যান্সার শনাক্ত করেছিলেন ডাক্তাররা। পরে অবশ্য অস্ত্রোপচার করিয়ে টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর চলছিল কেমোথেরাপি ও তেজস্ক্রিয় চিকিৎসা। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিউ সাউথ ওয়েলসের হয়ে দীর্ঘদিন প্রথমশ্রেণীর ক্রিকেট খেলেছেন এবং সেটা চালিয়ে গেছেন ৪০ বছর বয়স পর্যন্ত। সবমিলিয়ে ৯৫টি প্রথমশ্রেণীর ম্যাচ খেলেন বব। ১৯৮৪ সালে টেস্ট অভিষেক হয়েছিল হল্যান্ডের ৩৮ বছর বয়সে। ১৯৮৫ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন ১০ উইকেট শিকার করে। সে বছরই এ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেন এবং পরবর্তীতে সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার ১০ উইকেট লাভ করেন। সবমিলিয়ে ১১ টেস্টে ৩৪ উইকেট ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান।
×