ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

কাতারে বাংলাদেশের কিশোর ফুটবলাররা

প্রকাশিত: ০৬:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কাতারে বাংলাদেশের কিশোর ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা কাতারে অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করছে। ভাল খেলার প্রতিশ্রুতি দিয়ে রবিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। টুর্নামেন্টে নিজেদের বিভিন্ন দিক তুলে ধরতে রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ অ-১৬ জাতীয় ফুটবল দলের হেড অব ডেলিগেশন মোঃ ফজলুর রহমান বাবুল, টিম লিডার মোঃ ইলিয়াছ হোসেন, টিম ম্যানেজার অমিত খান শুভ্র, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, টিম অফিসিয়াল মানস চন্দ্র দাশ ধলু, প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ ও অধিনায়ক ইয়াছিন আরাফাত। তবে দলের সঙ্গে যাচ্ছেন না গোলরক্ষক কোচ। এ নিয়ে সংবাদ সম্মেলনে বেশ হৈচৈ হয়েছে। বাংলাদেশের এই দলটির গোলরক্ষক কোচ ছিলেন জাহানই আলম নুরী রাহেল। রবিবার সকালেও গোলরক্ষকদের অনুশীলন করিয়েছেন তিনি। অথচ খেলা শুরু হওয়ার আগে তিনি থাকছেন না দলের সঙ্গে। ফলে বড় একটি টুর্নামেন্টে মাঠে নামার আগেই কোচ পাচ্ছে না কিশোররা। এ নিয়ে দলের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজও অস্বস্তিতে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, এটা হওয়া উচিত নয়। যারা দলকে অনুশীলন করায়, তাদের দলের সঙ্গে যাওয়া উচিত। কোচ থাকলে অবশ্যই ভাল হতো। তবে এটা অফিসিয়ালদের সিদ্ধান্ত। দোহার গ্রান্ড হামাদ স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৬ দল। এরপর ২২ সেপ্টেম্বর ইয়েমেন ও ২৪ সেপ্টেম্বর স্বাগতিক কাতারের বিরুদ্ধে খেলবে বাংলার কিশোররা। বাছাইপর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০১৮ সালের মূল আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। রানার্সআপ হওয়া দলটিরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে ১০ গ্রুপের সেরা ছয়টি দল মূলপর্বে খেলবে। আর ১০ গ্রুপের সবগুলো চ্যাম্পিয়ন দল মূলমঞ্চের টিকেট পাবে।
×