ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যালকাওয়ের জোড়া গোলে মোনাকোর ফিরে আসা

প্রকাশিত: ০৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ফ্যালকাওয়ের জোড়া গোলে মোনাকোর ফিরে আসা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ১৬ ম্যাচ জেতার অভিজ্ঞতা আগে হয়নি। সেই রেকর্ড গড়ার পর মোনাকো বিশাল ধাক্কা খেয়েছিল। গতবার শিরোপা জয়ী দলটি নিসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। তবে সেই দুঃসহ ঘটনা বেশিদিন স্থায়ী হয়নি চ্যাম্পিয়নদের। শনিবার রাতে কলম্বিয়ান স্ট্রাইকার র‌্যাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে ৩-০ ব্যবধানে তারা হারিয়েছে স্টার্সবার্গকে। ফলে টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে পয়েন্ট সমান ১৫ করে ফেলেছে মোনাকো। যদিও পিএসজির (৫ ম্যাচ) চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে মোনাকো (৬)। লীগের শুরু থেকেই দুরন্ত ফ্যালকাওয়ের মাথায় অবশ্য ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। তিনি যেভাবেই হোক এবার কলম্বিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে চান। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এই মুহূর্তে বেশ ভাল অবস্থানেই আছে কলম্বিয়া। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিন নম্বরে থাকলেও প্রতিপক্ষরা খুব একটা পিছিয়ে নেই। ব্রাজিল ইতোমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। এছাড়া বাকি ৭ দলই আছে রেসে। উল্লেখ্য, এই অঞ্চল থেকে সেরা চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে। অর্থাৎ আর মাত্র তিনটি দল বাকি আছে। আর মাত্র দুই ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে নিজেদের মাঠে ও পেরুর বিরুদ্ধে তাদের মাঠে ম্যাচ দুটি খুবই জরুরী। এ দুটি ম্যাচের একটিতে হারলেও বিশ্বকাপ খেলা সমস্যা হয়ে যাবে তাদের জন্য। আর সে কারণেই ফ্যালকাওয়ের মাথায় এখন শুধু রাশিয়া বিশ্বকাপ। গত বিশ্বকাপে ১৯৯৮ সালের পর প্রথমবার খেলেছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্যালকাও। এবার তার স্বপ্ন বিশ্বকাপ খেলার। গত বছর দীর্ঘদিন পর পিএসজির একক আধিপত্য খর্ব করে মোনাকো চ্যাম্পিয়ন হয় ফ্রেঞ্চ লীগে। আর সেজন্য ফ্যালকাওয়ের অবদান ছিল বিরাট। ৩১ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার চলমান মৌসুমেও আছেন ফর্মের তুঙ্গে। ৬ লীগ ম্যাচে তিনি মোনাকোর হয়ে করেছেন ৯ গোল।
×