ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মেট্রো

প্রকাশিত: ০৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মেট্রো

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১৯তম আসরের প্রথম ম্যাচে জয়ের পথে আছে ঢাকা মেট্রো। ড্র’র পথে রংপুর-খুলনা ও ঢাকা-বরিশাল ম্যাচ। সিলেট ও রাজশাহীর ম্যাচটি দুর্দান্তভাবে এগিয়ে চলেছে। যে কোন দল জিততে পারে আজ। ঢাকা মেট্রোর দরকার ১০ উইকেট ॥ প্রথম ইনিংসে ৩৪৪ রান করেছে ঢাকা মেট্রো। এরপর ১৩০ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয়দিন শেষে ২ উইকেট হারিয়ে ১২ রান করে ২২৬ রানে এগিয়ে গিয়েছিল ঢাকা মেট্রো। তৃতীয়দিন মার্শাল আইয়ুবের অপরাজিত ৭৪ ও আসিফ আহমেদের ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। চট্টগ্রামের সামনে জিততে ৩৮৪ রানের টার্গেট দাঁড় হয়। বৃষ্টিতে ম্যাচের পুরোদিন খেলা হয়নি। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১ রান করে। আজ চতুর্থ ও শেষদিনে জিততে চট্টগ্রামের লাগবে ৩৭৩ রান। এ রান অতিক্রম করা চট্টগ্রামের জন্য কঠিনই বরং ঢাকা মেট্রো ১০ উইকেট তুলে নিতে পারে। জয়ের পথেই আছে ঢাকা মেট্রো। ডাবল সেঞ্চুরির পথে বিজয় ॥ প্রথম ইনিংসে ৪৭১ রান করে রংপুর। জবাবটা ভালভাবেই দিচ্ছে খুলনা। এনামুল হক বিজয় ও রবিউল ইসলাম রবি মিলে দ্বিতীয়দিনেই ১৮৫ রানের জুটি গড়েছিলেন। বিজয় ১০৫ রানে ও রবি ৬৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয়দিন দুইজন মিলে ২৫১ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। রবি ১০০ রানে আউট হলেও ১৭২ রানে ব্যাট করছেন বিজয়। আর ২৮ রান হলেই ডাবল সেঞ্চুরি করবেন বিজয়। ম্যাচটি বিজয় ও রবি ড্রয়ের পথে নিয়ে গেছেন। ৪ উইকেট হারিয়ে ৩৪২ রান করে ফেলেছে খুলনা। এখনও ১২৯ রানে পিছিয়ে আছে খুলনা। তবে রংপুরের এক ইনিংস শেষ হলেও খুলনার এখনও প্রথম ইনিংসই শেষ হয়নি। এরপর দ্বিতীয় ইনিংসও বাকি আছে। তাই ম্যাচটি যে ড্র হচ্ছে বলাই যায়। ঢাকা-বরিশাল নিশ্চিত ড্র ॥ প্রথমদিনে ঢাকা ও বরিশালের মধ্যকার খেলা হয়নি। বৃষ্টিতে দিনটি পরিত্যক্ত হয়। দ্বিতীয়দিন রনি তালুকদার ও সাইফ হাসানের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৯ রান করে ঢাকা। রানের পাহাড় গড়ার দিকেই এগিয়ে যায়। রনি ১২১ রানে আউট হলেও সাইফ ১০৬ রানে অপরাজিত থাকেন। ৪৫ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। এরপর আর খেলা হয়নি। তৃতীয়দিনও বৃষ্টিতে ভেসে যায়। একটি দলেরই এখনও এক ইনিংস শেষ হয়নি। তাই নিশ্চিত ড্রই হচ্ছে ম্যাচটি। সিলেট-রাজশাহীর মধ্যে জিতবে কে? ॥ সিলেট ও রাজশাহী, যে কোন একদল আজ জিতবে, তা নিশ্চিত। ম্যাচের ফল বের হচ্ছে। কিন্তু কোন দল জিতবে? সেই প্রশ্নই সবার মনে। রাজশাহীর হাতে থাকা ৮ উইকেট আজ চতুর্থ ও শেষদিনে তুলে নিতে পারলেই সিলেট জিতবে। আর অলআউট হওয়ার আগে ১২৬ রান করতে পারলেই জিতে যাবে রাজশাহী। প্রথম ইনিংসে ১২৮ রানেই অলআউট হয়ে যায় সিলেট। এরপর রাজশাহীকেও ৭৯ রানেই অলআউট করে দেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে। ১৩৯ রানে এগিয়ে যায় সিলেট। তৃতীয়দিন ১৬২ রান করতেই গুটিয়ে যায় সিলেট। রাজশাহীর সামনে জিততে ২১২ রানের টার্গেট দাঁড় হয়। এই রান করতে গিয়ে ২ উইকেট হারিয়ে ৮৬ রান করে রাজশাহী। হাতে থাকা ৮ উইকেটে ১২৬ রান আজ করতে পারলেই জিতে যাবে রাজশাহী। জুনায়েদ সিদ্দিকী (২৮*) ও ফরহাদ হোসেন (১০*) ব্যাট হাতে আছেন। স্কোর ॥ তৃতীয়দিন শেষে ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচ-দ্বিতীয় স্তর ঢাকা মেট্রো প্রথম ইনিংস ৩৪৪/১০ এবং দ্বিতীয় ইনিংস দ্বিতীয়দিন ১২/২ ও তৃতীয়দিন ১৬৯/৬; ইনিংস ঘোষণা; মার্শাল ৭৪*, আসিফ ৫৭। চট্টগ্রাম প্রথম ইনিংস ১৩০/১০ ও দ্বিতীয় ইনিংস ১১/০। রংপুর-খুলনা ম্যাচ-প্রথম স্তর রংপুর প্রথম ইনিংস ৪৭১/১০; ১২০.৩ ওভার (সোহরাওয়ার্দী ৮৯; আল আমিন ৪/১০২)। খুলনা প্রথম ইনিংস দ্বিতীয়দিন ১৮৫/০; বিজয় ১০৫*, রবি ৬৭* এবং তৃতীয়দিন ৩৪২/৪; ৯৬ ওভার (বিজয় ১৭২, রবি ১০০, মিঠুন ৪০)। ঢাকা-বরিশাল ম্যাচ-প্রথম স্তর ঢাকা প্রথম ইনিংস ৩০৯/২; ৯০ ওভার (রনি ১২১, সাইফ ১০৬*, রকিবুল ৪৫*)। সিলেট-রাজশাহী ম্যাচ-দ্বিতীয় স্তর সিলেট প্রথম ইনিংস ১২৮/১০ ও দ্বিতীয় ইনিংস দ্বিতীয়দিন ৯০/৫ ও তৃতীয়দিন ১৬২/১০; রাজিন ৩৯; সাকলায়েন ৩/২৭, ফরহাদ ৩/২৮)। রাজশাহী প্রথম ইনিংস ৭৯/১০ ও দ্বিতীয় ইনিংস ৮৬/২; ২৮ ওভার (জহুরুল ৩৫, জুনায়েদ ২৮*, ফরহাদ ১০*)।
×