ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভালভার্দের দল, অভিষেকেই ইনজুরিতে ডেম্বেলে, গ্রিজম্যানের গোলে এ্যাটলেটিকো মাদ্রিদের জয়

পাউলিনহোর জয়সূচক গোলে রক্ষা বার্সিলোনার

প্রকাশিত: ০৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পাউলিনহোর জয়সূচক গোলে রক্ষা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বার্সিলোনা। শনিবার আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা ২-১ গোলে পরাজিত করেছে গেটাফেকে। এই গোলের নায়ক অবশ্য লিওনেল মেসি কিংবা সুয়ারেজ নন। কাতালানদের জয় উপহার দিতে এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা পাউলিনহো। দিনের অন্য ম্যাচে এ্যান্তনিও গ্রিজম্যানের একমাত্র গোলে ক্লাবের নতুন হোমগ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মালাগাকে পরাজিত করেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এর মাধ্যমে নতুন স্টেডিয়ামে আসা প্রায় ৬৮ হাজার সমর্থক স্বস্তি নিয়েই বাড়ি ফিরেছে। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হারায় বার্সিলোনা। শিরোপা পুনরুদ্ধারে এবার তারা তাই মরিয়া। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন আর্নেস্তো ভালভার্দের দল। তাই ফুরফুরে মেজাজ নিয়েই শনিবার গেটাফের মুখোমুখি হয় মেসি-ইনিয়েস্তারা। কিন্তু বার্সিলোনাকে হতাশায় ডুবিয়ে স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় গেটাফে। ৩৯ মিনিটে শিবাসাকির গোল হতাশ করে সফরকারীদের। এই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধেই স্বরূপে ফেরার ইঙ্গিত দেয় কাতালান ক্লাবটি। ৬২ মিনিটে বার্সিলোনাকে সমতায় ফেরান ড্যানিস সুয়ারেজ। এরপর ড্র নিয়েই ম্যাচ শেষের স্বপ্ন দেখছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখনই বার্সিলোনার রক্ষক হয়ে এলেন পাউলিনহো। সদ্য সমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলে বার্সিলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। এরপরই রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা পাউলিনহোকে দলে ভেড়ায় বার্সা। গেটাফের বিপক্ষে এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানটা ভালভাবেই ধরে রাখলো কাতালান জায়ান্টরা। তবে ২৯ মিনিটে তারকা স্ট্রাইকার উসমান ডেম্বেলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় কিছুদিন এই ফরাসী উইঙ্গারের সার্ভিস পাবে না বার্সিলোনা। ম্যাচ শেষে বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘সৌভাগ্যবশতঃ আজ আমরা তিন পয়েন্ট অর্জন করেছি যা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচে ফিরে আসতে আমরা চেষ্টা করেছি, সফলও হয়েছি। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।’ দিনের অন্য ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের নায়ক এ্যান্তনি গ্রিজম্যান। ভিসেন্টে ক্যালদেরন থেকে সরে এসে ওয়ান্ডা স্টেডিয়ামে আবারও সেই একই পরিবেশ তৈরি করার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন এ্যাটলেটিকোর অভিজ্ঞ কোচ দিয়েগো সিমিওনে। পুরো পরিবেশ দেখে সিমিওনে বলতে বাধ্য হয়েছেন যে, ‘খেলোয়াড় বা কোচ হিসেবে আমি কখনই এই ধরনের পরিস্থিতি দেখিনি। এই স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে। সব জায়গায় এ্যাটলেটিকোর পতাকা উড়ছে। সর্মথকরা উল্লাস করছে। আমরা শুধু মাঠে নেমে খেলেছি।’ ম্যাচটি উপভোগের জন্য এদিন মাঠে উপস্থিত ছিলেন খোদ এ্যাটলেটিকোর সমর্থক স্প্যানিশ রাজা ফিলিপ। কিন্তু প্রথম ৪৫ মিনিটে উত্তেজিত সমর্থকদের কোন সুসংবাদ দিতে পারেনি সিমিওনের শিষ্যরা। প্রথমার্ধে কোরিয়া দুটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু মালাগার গোলরক্ষক রবার্তো জিমিনেজের তা আটকাতে কোন কষ্ট করতে হয়নি। অন্যদিকে এ্যাটলেটিকোর সাবেক স্ট্রাইকার বোরজা বাস্তোনের শট দুর্দান্ত গতিতে রক্ষা করেন স্বাগতিক গোলরক্ষক ইয়ান ওবলাক। দ্বিতীয়ার্ধে অনেকটাই আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। এরই মাঝে কোক ও সাওল নিগুয়েজের শট আটকে দেন রবার্তো। কিন্তু ৬১ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ডানদিক থেকে কোরিয়ার লো ক্রসে পোস্টের খুব কাছে থেকে ডেডলক ভাঙ্গেন গ্রিজম্যান। ম্যাচ শেষের দুই মিনিট আগে মালাগা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু দিয়েগো রোলানের শট বারের ওপর দিয়ে চলে যায়।
×