ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপিয়ান লীগে ২০০তম গোলের মাইলফলক আর্জেন্টাইন স্ট্রাইকারের, এ্যানফিল্ডে লিভারপুলের ড্র

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, ম্যানচেস্টার সিটির বড় জয়

প্রকাশিত: ০৬:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, ম্যানচেস্টার সিটির বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার নিজের জাত চেনালেন সার্জিও এ্যাগুয়েরো। শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক পূর্ণ করলেন ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সেইসঙ্গে তার দলও পেয়েছে বড় জয়। সার্জিও এ্যাগুয়েরোর অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই এদিন পেপ গার্ডিওলার দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক ওয়াটফোর্ডকে। তবে সিটির জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। তুলনামূলক খর্বশক্তির প্রতিপক্ষ বার্নলির সঙ্গে এদিন ১-১ গোলে ড্র করেছে জার্গেন ক্লপের দল। ওয়াটফোর্ডের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিকে হেডের সৌজন্যে লক্ষ্যভেদ করেন সার্জিও এ্যাগুয়েরো। তার চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমার্ধের ৩৭ মিনিটে এ্যাগুয়েরোর বাড়ানো বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন গ্যাব্রিয়েল জেসুস। এর ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধেও দুর্বার গার্ডিওলার শিষ্যরা। ৬৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ৮১ মিনিটে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ্যাগুয়েরো। মোট পাঁচ গোল করে এবারের লীগে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এ্যাগুয়েরো। শুধু তাই নয়, ইউরোপের শীর্ষ লীগে ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইংলিশ জায়ান্ট ম্যানসিটির হয়ে ১৮৬ ম্যাচ খেলে ১২৬ গোল করেন এ্যাগুয়েরো। তার আগে ১৭৫ ম্যাচ খেলে ৭৪ গোল করেছিলেন স্পেনের ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে। ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা এরিক ব্রুকস থেকে আর মাত্র তিন গোল দূরে অবস্থান এ্যাগুয়েরোর। ম্যানসিটির কোচ পেপ গার্ডিওলার মতো তা স্পর্শ করা এখন শুধুই সময়ের ব্যাপার। এ বিষয়ে গার্ডিওলা বলেন, ‘রেকর্ড গড়ার জন্য সার্জিও’র আর মাত্র তিনটি গোলের প্রয়োজন। আশাকরি খুব দ্রুতই তা হয়ে যাবে।’ ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট তখন পেনাল্টি থেকে সিটির হয়ে শেষ গোলটি করেন রাহিম স্টার্লিং। এর ফলেই চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। প্রথম হারের স্বাদ পাওয়া ওয়াটফোর্ডের পয়েন্ট ৮। তবে সিটির জয়ের দিনে আবারও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে জার্গেন ক্লপের দল। শনিবার এ্যানফিল্ডে স্কট এ্যারফিল্ডের গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। এর ফলে টানা তিন ম্যাচে জয়হীন রইলো অল রেডরা। গত শনিবার ম্যানচেস্টার সিটির মাঠে ৫-০ গোলে হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মিশন শুরু করে লিভারপুল। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি তাদের। সেভিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে অলরেডরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত দুই ম্যাচে সাত গোল হজম করা লিভারপুল বার্নলির বিপক্ষে ২৭ মিনিটেই পিছিয়ে পড়ে। ফাঁকায় বল পেয়ে ১২ গজ দূর থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট এ্যারফিল্ড। তার তিন মিনিট পরেই গোলটি শোধ করে দেন মোহামেদ সালাহ। ডি-বক্সে ঢুকেই নিচু জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ মৌসুমেই এ্যানফিল্ডে যোগ দেয়া মিসরের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে আবারও গোল খেতে বসেছিল লিভারপুল। বেন মির হেড গোললাইন থেকে কর্নারের বিনিময়ে ফেরান জোয়েল মাতিপ। আর ৮৬ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কির প্রচেষ্টা পোস্টে বাধা পেলে পয়েন্ট হারানোর হতাশাতেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই ম্যাচে ড্র করায় পাঁচ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮ পয়েন্ট। এর আগে দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারানো সাউদাম্পটনের পয়েন্ট ৮। এছাড়া দিনের আরেক ম্যাচে নবাগত হাডার্সফিল্ড টাউনের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিচেস্টার সিটি।
×