ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূজার প্রস্তুতি...

প্রকাশিত: ০৫:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পূজার প্রস্তুতি...

আসছে শারদীয় উৎসব। দুর্গাপূজা। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে পূজার সময় সবাই চায় নিজেকে ফ্রেশ দেখাতে। বন্ধু-বান্ধবের আড্ডা কিংবা ঘুরাঘুরি সবখানে নিজেকে প্রাণচঞ্চল রাখতে নিজের ওপর একটু যত্নবান হতে হয়। আগে থেকেই নিতে হয় প্রস্তুতি। লিখেছেন -পপি দেবী থাপা তৈলাক্ত ত্বক গরমে মুখের ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসৃত হয়। তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল বেশ উপকারী। নিমসমৃদ্ধ টোনার ব্যবহার করুন। টোনার দিয়ে মুখ পরিষ্কার করে শসার নির্যাসযুক্ত ক্রিম লাগান। মুখে এ্যাকনে বেশি থাকলে ম্যাসাজ কম করবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার স্ক্র্যাবের সঙ্গে শসার রস মিশিয়ে ১০ মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার এ্যাকনে জেল মুখে মেখে পাঁচ মিনিট রাখুন। জেল মুছে ওজোন যন্ত্র দিয়ে এ্যাকনের জীবাণু বের করুন। এরপর হালকা ম্যাসাজ করুন। এক কাপ দইয়ে অর্ধেক নিয়ে লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক আসলে স্বাস্থ্যকর ত্বক। এই ত্বকে বয়সের ছাপ সহজে বোঝা যায় না। তবে সবসময় তেলতেলে থাকে বলে মেকআপ করতে অসুবিধা হয়। তবে মুখ পরিষ্কার না রাখলে ব্রণ দেখা দেয়। কাজেই রোজ দু বেলা ত্বক পরিচর্যা করবেন। সারা দিনে যতবার সম্ভব মুখ ধোয়া ভাল। মুখে চন্দন বা লেবুযুক্ত সাবানের ফেনা ভাল করে মাখিয়ে নেবেন। প্রথমে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নেবেন বা বেসন দিয়ে মুখ পরিষ্কার করাও ভাল। ক্লিনজিং মিল্ক ভাল করে মালিশ করে তুলা বা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। সপ্তাহে তিন দিন মুখে ফেস-প্যাক লাগান। ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে বিশ মিনিট মুখে লাগিয়ে রাখুন। চোখের ওপর ভিজে তুলা চাপা দিয়ে রাখুন যাতে চোখের কোণে এই মিশ্রণ না লাগে। পরে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার গরম পানির ভাপ নিন। শুষ্ক ত্বক শুষ্ক ত্বকের প্রধান সমস্যা হলো আর্দ্রতা ধরে রাখা। তাই সবসময় চেষ্টা করবেন ত্বক হাইড্রেটেড রাখার। শুষ্ক ত্বকের জন্য রোজ ক্লিনজার ব্যবহার করতে না চাইলে বাড়িতেই ডিমের কুসুমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ অরেঞ্জ জুস বা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ক্লিনজার তৈরি করে নিন। ত্বক স্বাভাবিক হলে সমস্যাও অনেক কম হয়। ত্বকের যতœ না হলে ত্বকের স্বাস্থ্যহানি ঘটে জটিল সমস্যার সৃষ্টি হয়। মিশ্র ত্বক মিশ্র ত্বকে মুখমণ্ডলের কিছু অংশ বেশি তৈলাক্ত হয়। সেজন্য এই জাতীয় ত্বকে কোন অংশ কী রকম তা বুঝে তবেই পরিচর্যা করা ভাল। মোটামুটি স্বাভাবিক ত্বকের মতোই যতœ নিন। তবে যে অংশগুলো বেশি তৈলাক্ত সেখানে মাঝে মাঝে এ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগিয়ে নিতে পারেন। তৈলাক্ত অংশে ডিমের সাদা অংশ এবং বাকি অংশে ডিমের কুসুম ও অলিভ অয়েলের ঘরোয়া ফেস-প্যাক ব্যবহার করুন, এটা উপকারী।
×