ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মন দেব মন নেব’ চলচ্চিত্রের গানের মহরত

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

‘মন দেব মন নেব’ চলচ্চিত্রের গানের মহরত

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের নাম নির্ধারণ হয়েছে কিন্তু মহরত হয়নি। ‘মন দেব মন নেব’ নামের এ চলচ্চিত্রটির পরিচালক রবিন খান। নারীপ্রধান রোমান্টিক গল্পের এ চলচ্চিত্রে মোহনা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সালমান চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন শিবলী নওমান। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আগামী ২৫ সেপ্টেম্বর রংপুরে মহরতের মাধ্যমে চলচ্চিত্রের শূটিং শুরু হবে। এদিকে রাজধানীর নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের ঈশান মাল্টিমিডিয়ায় শনিবার সন্ধ্যায় চলচ্চিত্রের একটি গানের মহরত হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রের গানের শুভ মহরত ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ‘মন দেব মন নেব মনেরই দামে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সিথী সাহা। কবির বকুলের লেখা এ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, আমি এ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি। আমি আশা করছি, এটি বাংলা চলচ্চিত্রে যে সুস্থ ধারা ফিরে এসেছে, সেটিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সিথী সাহা, শওকত আলী ইমন, কবির বকুল, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, চলচ্চিত্রের পরিচালক রবিন খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, সাংবাদিক রেজানুর রহমান প্রমুখ। চলচ্চিত্রের সবকটি গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত পরিচালনা করছেন শওকত আলী ইমন। চিত্রগ্রহণ করবেন বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। পরিচালক রবিন খান জানান, চলচ্চিত্রটির অন্য একটি গানে কণ্ঠ দেবেন শিল্পী কণা ও ইমরান। চলচ্চিত্রের বাকি দুটি গানের শিল্পী নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নতুন চলচ্চিত্রে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, একেবারেই ভিন্নধর্মী চরিত্র। তবে এই চরিত্রে কমেডি, এ্যাকশন ও রোমান্স আছে। সব মিলিয়ে সবাই পছন্দ করবেন, এমন একটা চরিত্র। আর গল্পটিও নারীপ্রধান। পুরো গল্প আমাকে নিয়ে।
×