ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রোতা দর্শকের ভালবাসায় সিক্ত ধ্রুব গুহ

প্রকাশিত: ০৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

শ্রোতা দর্শকের ভালবাসায় সিক্ত ধ্রুব গুহ

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। নিজের গায়কী দিয়েই সঙ্গীতাঙ্গনে একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। শুধু গানের প্রতি ভালবাসা থেকেই তিনি চলতি বছরের শুরুতে গানের সঙ্গে আগামী দিনগুলোতেও থাকবেন বলে দৃঢ় প্রত্যয় নিয়ে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ প্রতিষ্ঠিত করেছেন। যে কারণে গানের আঙ্গিনাতেই এখন তার সময় কাটে বেশি। গানের মানুষগুলোর সঙ্গেই তার এখন সখ্য বেশি। গান নিয়েই এখন তার সকল ভাবনা। শুধু নিজের গান নিয়েই নয় তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যেন সব শিল্পীর অংশগ্রহণে সব ধরনের গানই শ্রোতা দর্শককে উপহার দেয়া যায় সেদিকেও বিশেষ মনোযোগ রাখছেন ‘ধ্রুব মিউজিক স্টেশন’র কর্ণধার ধ্রুব গুহ। অন্যদের গানের প্রতি বিশেষ মনোযোগ থাকার কারণে শ্রোতা ভক্তদের নিজের গান উপহার দেয়া থেকে বেশ কয়েক মাস দূরে ছিলেন তিনি। গত ঈদে ‘একলা পাখি’ নামে নতুন একটি গান শ্রোতা দর্শককে উপহার দিয়েছেন ধ্রুব গুহ। গানটির রচনার পাশাপাশি সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন তরিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ঈদের আগেই গানটির দৃশ্যায়ন হয় রাঙ্গামাটির মনোরম লোকেশনে। এতে মডেল হিসেবে কাজ করেছেন আসিফ আকবর ও ভিট তারকা মিথিলা। ঈদের আগেরদিন থেকে ইউটিউবে গানটি আপলোড করা হয়। প্রথম দিন থেকেই গানটিতে নিজের গায়কী, নিজের উপস্থাপন নিয়ে প্রশংসিত হন ধ্রুব গুহ। শুধু তাই নয় গানটির মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। নুতন গান নিয়ে ভক্ত দর্শকের ব্যাপক সাড়া প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, শ্রোতা-দর্শক- ভক্তদের কাছ থেকে যখন ভাল সাড়া পাই, ভালবাসা পাই এবং ভাল ভাল মন্তব্যও শুনি তখন মনটা ভরে যায়। মন আনন্দে ভরে উঠে এই কারণে যে আমার গান তারা বেশ আগ্রহ নিয়ে দেখছেন, উপভোগ করছেন। এটা সত্যিই অনেক তৃপ্তির বিষয়, আত্মতুষ্টির বিষয়। আজকের দিন পর্যন্ত কত ভিউয়ার্স হলো সেটা নিয়ে আমি ভাবছি না। দিন যত যাবে তত দর্শক দেখবেন, শুনবেন। কিন্তু একটি ভাল গান হিসেবে যুগের পর যুগ টিকে থাকাটাই হচ্ছে একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। আমার নতুন গান একলা পাখি আশা করছি সেই হিসেবে টিকে থাকবে নিশ্চয়ই। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, গানের সঙ্গে ছিলাম, আছি, থাকব। দেশের সঙ্গীতাঙ্গনের জন্য আগামীতে আরও ভাল কিছু করার প্রত্যাশা রাখছি।
×