ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা বৃদ্ধি ॥ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সঙ্কেত

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

তাপমাত্রা বৃদ্ধি ॥ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার ॥ উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। গত দু’দিন ধরে ঢাকার তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এসেছে ,যা গরমের তীব্রতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রবিবার ঢাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। হ্রাস পেতে পারে তাপমাত্রা। দেশের বেশ কিছু অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। অনুভূত হয় ভ্যাপসা গরম। ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। রবিবার ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় যথাক্রমে ৩৬ ও ২৯.২ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যতই হ্রাস পাবে, তত বেশি গরম অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রবিবার ঢাকায় এই পার্থক্য ছিল মাত্র ৭.২ ডিগ্রী সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে ৩৬.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২৩ ডিগ্রী সেলসিয়াস। এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। মাসের প্রথমার্ধে দেশের পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ২৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৩৫২ মিমি, চট্টগ্রামে ৩১৭ মিমি, সিলেটে ৪০৭ মিমি, রাজশাহীতে ৩১৫ মিমি, রংপুরে ৪১৭ মিমি, খুলনায় ২৭৬ মিমি ও বরিশালে ৩১৬ মিলিমিটার থাকতে পারে।
×