ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেকনাফ থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা পটিয়ায় আটক

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭

টেকনাফ থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা পটিয়ায় আটক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৭ সেপ্টেম্বর ॥ মিয়ানমারে সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন থেকে রক্ষা পেতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ১২ জনকে পটিয়া থানা পুলিশ আটক করেছে। শনিবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ এদের আটক করেন। তারা হলেন মিয়ানমারের মংডু এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ তাহের (৬৫), তাহেরের স্ত্রী রশিদা খাতুন (৫৫), পুত্র নূরুল আলম (৩৫), তার স্ত্রী সখিনা বেগম (২৫), আরফা খাতুন (২০), নূর সাদেকা (৮), বোশেরা বেগম (৭), মোঃ আনস (৬), মোঃ রিয়াজ (৫), মোবারশের (৪), মোঃ শাহেদ (৩) ও দুই বছর ৩ মাসের শিশু মোঃ ওমান। তারা সবাই মিয়ানমারের মংডু এলাকার নুরুল্লা পাড়ার বাসিন্দা ছিলেন। রোহিঙ্গা ও পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমারে সেদেশের সেনাবাহিনী বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, হামলা ও যুবতী মহিলাদের ধরে নিয়ে গণধর্ষণ শুরু করে। যার কারণে রোহিঙ্গা মুসলমান ও হিন্দুরা সেখান থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদরসহ আশপাশের এলাকায় প্রায় ৪ লাখ অবস্থান নেয়। এদিকে সরকারীভাবে তাদের শনাক্ত করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা তৈরির কাজ শুরু করেছে। কিন্তু রোহিঙ্গা নারী-পুরুষ বায়োমেট্রিক না করে টেকনাফ থেকে পালিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঢুকে পড়ছে। শনিবার রাতে উপজেলার খরনা এলাকায় পুলিশের চেক পোস্টে ধরা পড়ে ১২ রোহিঙ্গা। পটিয়া থানায় আটক রোহিঙ্গা নুরুল আলম বলেন, মিয়ানমারে সেনাবাহিনী তাদের বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাদের ১৬টি গরু ছিল। তার মধ্যে ৪টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। বাকিগুলো টেকনাফ সীমান্তে পাড়ি দিয়ে বিক্রি করে দিয়েছে। কিন্তু টেকনাফের শাহ পরীরদ্বীপ হয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। শিশু ছাড়া তাদের কাছ থেকে জনপ্রতি ৬০ হাজার টাকা করে নিয়েছেন বলে জানান। তাদের এক আত্মীয় পটিয়ায় অবস্থান করায় তারা পটিয়ায় এসেছিলেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, বায়োমেট্রিক ছাড়া কোন রোহিঙ্গা টেকনাফ থেকে পালিয়ে আসলে তাদের আটক করে পুনরায় কক্সবাজার কিংবা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে। তাছাড়া উপজেলার কোথাও রোহিঙ্গা অবস্থানের সুনির্দিষ্ট তথ্য প্রদান পেলে আটক করা হবে জানান।
×