ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওএমএসের চালের দাম বেড়ে দ্বিগুণ

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ওএমএসের চালের দাম বেড়ে দ্বিগুণ

বিডিনিউজ ॥ বাজারে দাম বেড়ে যাওয়ায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দাম ১৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করেছে সরকার। ঢাকা মহানগরীতে চালের পাশাপাশি আগের দামেই অর্থাৎ ১৭ টাকা কেজিতে আটা বিক্রি হবে। আর ঢাকার বাইরে জেলা শহরে বিক্রি হবে শুধু চাল। খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোঃ বদরুল হাসান রবিবার এ তথ্য জানান। তিনি বলেন, আগে ওএমএসের চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা হয়। অনেকদিন হয়ে গেছে, চালের দামও বেড়েছে, আগের দাম রাখলে তো চালের দামে পার্থক্য রাখা যায় না। রবিবার থেকে সারাদেশে ওএমএস চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় চালু হয়নি। বদরুল হাসান বলেন, আশা করছি দু’-একদিনের মধ্যে সব জায়গায় ওএমএস চালু হবে। ৬২৭টি ট্রাক থেকে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হবে জানিয়ে বদরুল হাসান বলেন, ঢাকা মহানগরীতে ১২০টি ট্রাকে করে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতি ট্রাক থেকে দুই টন আটা ও এক টন চাল বিক্রি করা হবে। ঢাকার বাইরে বিক্রি হবে শুধু চাল। ওএমএসের প্রতি কেজি চালের গুদাম মূল্য সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছিলেন, ওএমএসে আগের মতোই ১৫ টাকা কেজিতে চাল এবং ১৭ টাকা কেজিতে আটা বিতরণ করা হবে। কিন্তু এ কর্মসূচী চালুর দিন দ্বিগুণ দামে চাল বিক্রি করছে সরকার।
×