ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। দ্বিতীয় দফায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিকতলা হাটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর, বগুড়া আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান ক্ষতিগ্রস্তদের মঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, আটা, বিস্কুট, তেল, ওরস্যালাইন, সবজি বীজ প্রভৃতি তুলে দেন। এছাড়াও এ সময় সাংসদের সহধর্মিণী সাহাদারা মান্নান, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক একেএম রফিকুল ইসলাম, আইসিএফের পরিচালক ড. মোঃ শহীদুর রহমান খান, কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীপুষ্টি বিভাগের বিশেষজ্ঞ আবু সাঈদ মোঃ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
×