ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদা লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন ॥ কামরুল

প্রকাশিত: ০৫:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

খালেদা লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন ॥ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে আগামী সংসদ নির্বাচন বিতর্কিত এবং এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির প্রতি ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী বলেন, এক নেত্রী লন্ডনে বসে বিদেশী দূতাবাসগুলোতে চিঠি দিচ্ছেন, আর সেই চিঠির ভাষা বা বিষয়াবলী আমাদের জানা নেই। তার (খালেদা জিয়া) কী ধরনের অসুস্থতা, তাও আমাদের জানা নেই। তিনি লন্ডন থেকে ফেরার সময় দীর্ঘ করছেন। বিদেশে বসে খালেদা জিয়ার ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। আসলে লন্ডনে বসে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ঘোলা পানিতে রাজনীতি করতে চাইছেন। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, সারাবিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে আলোচনা করছেন, এর সমাধানের পথ বের করছেন ঐক্যবদ্ধভাবে। ঠিক সেই সময় খালেদা জিয়া বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তারা আসলে এখন দিশেহারা হয়ে পড়েছে। তিনি বলেন, মানবিক বিপর্যয়ের মুখে থাকা রোহিঙ্গাদের পাশে সরকারের দাঁড়ানোটি বিএনপি ভালভাবে নেয়নি। তারা রোহিঙ্গাদের হাতে অস্ত্র, ইয়াবা তুলে দিয়ে এই সাহায্য-সহমর্মিতায় ছেদ ঘটাতে পারে। তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) নামে সংগঠনটির দিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তাদের সম্পর্কেও দেশবাসীকে সজাগ ও সচেতন থাকতে হবে। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া।
×