ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অজানা ইতিহাসের খোঁজে গবেষকরা

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা

প্রকাশিত: ০৫:২৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা

মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে ॥ মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা পদ্ধতি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হচ্ছে এবার রাজশাহীতে। এ প্রশিক্ষণ থেকে সুস্পষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনা। মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জানা- তা কেবল বই থেকে পড়া। এখন গবেষক ও বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে সেটা আরও বেশি অনুভব করতে পারছি। রাজশাহীতে শুরু হওয়া ‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের পর এমনটিই জানালেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর করা হৈমন্তী শুক্লা কবির। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এখন যে বোধ, আগে তা হতো না। শুধু হৈমন্তী শুক্লা নয়, তার মতো আরও ৫০ প্রশিক্ষণার্থীর মধ্যে এখন জাগ্রত হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা বোধ। রাজশাহীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী ও বেসরকারী কলেজের শিক্ষক, গবেষক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাস্টার্স ডিগ্রী অর্জনকারীরা। তারা এ প্রশিক্ষণ রপ্ত করার পর গ্রাম-বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে মাঠপর্যায় থেকে তুলে আনবেন মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও শরণার্থীদের ইতিহাস। রাজশাহীতে সম্প্রতি খুলনার গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে। এখানে প্রশিক্ষক হিসেবে থাকছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ে দক্ষ দেশবরেণ্য অধ্যাপক, মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও শিল্পীরা। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দেশবরেণ্য অধ্যাপক, মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও শিল্পীরা হাতে-কলমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের শেখাচ্ছেন গবেষণা পদ্ধতি। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অর্ধশত গবেষক গ্রাম-বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে মাঠপর্যায় থেকে তুলে আনবেন মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও শরণার্থীদের ইতিহাস। গত ৬ আগস্ট বিকেলে কোর্সের দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসির মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যক হাসান আজিজুল হক। ৭ আগস্ট সকালে নগরীর কাজলা এলাকার হেরিটেজ আরকাইভসের সেমিনার কক্ষে শুরু হয় প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নিচ্ছেন ৫০ প্রশিক্ষণার্থী। তাদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপক, বেসরকারী কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং গবেষকরা। প্রশিক্ষণ শেষে তারা রাজশাহী, নাটোর, পঞ্চগড় ও জয়পুরহাটের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, অন্য দেশে আশ্রয় নেয়া শরণার্থী, মুক্তিযোদ্ধা ও শহীদদের নিয়ে গবেষণাপত্র রচনা করবেন। তাদের এই গবেষণাপত্রগুলো মূল্যায়ন করে মুদ্রণ করা হবে বই ও রচনা সংকলন। এর মাধ্যমে জানা যাবে মুক্তিযুদ্ধকালে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের অনেক অজানা ইতিহাস। সেগুলো ডকুমেন্ট আকারে সংগ্রহ করা হবে যাতে কোন অপশক্তি আর কোনদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে। ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রটি’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প হিসেবে তার কার্যক্রম শুরু করেছে। সেই প্রকল্পের অধীনেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ কোর্স। প্রকল্পের পরিচালক (গবেষণা) অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু মুক্তিযুদ্ধের যে আরেকটা বৈশিষ্ট্য গণহত্যা, নির্যাতন, শরণার্থী- এসব বিষয়গুলো গুরুত্ব পায়নি। কিন্তু এসব বিষয় উপলব্ধি করতে না পারলে মানুষ মুক্তিযুদ্ধকেও ভুলে যাবে। এসব বিষয়ের ডকুমেন্ট সংগ্রহ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন ২০১৪ সালে খুলনায় একটি জাদুঘর ও আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন। সেই জাদুঘরে গণহত্যার বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। সেই জাদুঘরের একটা শাখা হচ্ছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। এর কার্যক্রম হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য জুনিয়র ও সিনিয়র ফেলোশিপ প্রদান, শহীদ মুক্তিযোদ্ধা জীবনী গ্রন্থমালা প্রণয়ন, গণহত্যা-নির্যাতন নির্ঘন্ট গ্রন্থমালা প্রণয়ন, জেলাভিত্তিক গণহত্যা-নির্যাতন ও বধ্যভূমি সমীক্ষা এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু। তিনি বলেন, ৭ সেপ্টেম্বর থেকে এই প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৪৫ পর্যন্ত প্রতিদিন চারটি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ে দক্ষ দেশবরেণ্য অধ্যাপক, মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও শিল্পীরা এই কোর্সের বিভিন্ন সেশনে আলোচনা করছেন। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী ও বেসরকারী কলেজের শিক্ষক, গবেষক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাস্টার্স ডিগ্রী অর্জনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই অধ্যাপক আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা পদ্ধতি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হচ্ছে। এক মাসে ৩২টি ক্লাসের পর প্রশিক্ষণার্থীরা মাঠ সমীক্ষা করে প্রত্যেকে একটি করে গবেষণাপত্র রচনা করবেন। সেই গবেষণা হতে পারে গণহত্যা নিয়ে, শরণার্থী নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে, শহীদ নিয়ে। মাঠসমীক্ষা করে এই গবেষণাপত্র যারা সম্পন্ন করবে তারাই কেবল পোস্ট গ্র্যাজুয়েট এই কোর্সের সনদ পাবে। প্রশিক্ষণ কোর্সে শেখানো হবে গণহত্যা-নির্যাতন গবেষণা পদ্ধতি লেখা ও পা-ুলিপি প্রণয়ন, গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা রচনার পদ্ধতি, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা ও গবেষণার পদ্ধতি, মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস চর্চা, গণহত্যা, ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের বিষয়ে। আলোচনা করা হবে মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিফৌজ, যুদ্ধ ও প্রতিরোধ, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, যুদ্ধের শুরু ও প্রাথমিক প্রতিরোধ, মুক্তিযুদ্ধের নারীর অবদান, মুক্তিযুদ্ধ, অবরুদ্ধ মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান, প্রবাসী বাঙালী ও বিশ্ব সিভিল সমাজ, মুক্তিযুদ্ধে ভারত, সুপার পাওয়ার ও জাতিসংঘের ভূমিকা, মুক্তিযুদ্ধের চিত্রকলা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে। এছাড়া প্রশিক্ষণার্থীরা জানতে পারবেন- মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা-নির্যাতনে স্বাধীনতাবিরোধী অপশক্তির ভূমিকা, গণহত্যা-নির্যাতন-বধ্যভূমি ও গণকবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনের ইতিহাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও তার তাৎপর্য, আলোচনা করা হবে মানবতাবিরোধী অপরাধ- ন্যুরেমবার্গ থেকে বাংলাদেশ, মানবতাবিরোধী অপরাধ বিষয়ক আন্দোলন, মুক্তিযুদ্ধের সাহিত্য, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা ও শরণার্থী ব্যবস্থাপনা প্রসঙ্গে। মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের ৩২টি ক্লাসে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন- মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন, ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা ও গবেষক কাজী সাজ্জাদ আলী বীর প্রতীক, শিল্পী হাশেম খান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড, মেসবাহ কামাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ড. চিত্তরঞ্জন মিশ্র, লেখক-গবেষক মামুন সিদ্দিকী, সাবেক সচিব কবি আসাদ খান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তপন পালিত। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সটি সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে অধ্যাপক মাহবুবর রহমান বলেন, প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৪২ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩১ জন গবেষণাপত্র জমা দিয়েছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তাদের সনদ প্রদান করেছেন। দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। এরপর আমরা অন্য কোন জায়গায় প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করব। এভাবে যতদিন পারা যায় এই প্রশিক্ষণ কোর্সটি চালু রাখা হবে।
×