ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গবেষণাপত্র বাঁচাতে...

প্রকাশিত: ০৫:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

গবেষণাপত্র বাঁচাতে...

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি সার্ভিসের চিকিৎসা বিজ্ঞানী অণু প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের শেষ পর্যায়ে গবেষণাপত্র তৈরির কাজ গুছিয়ে আনার পর ছিনতাইকারীর কবলে পড়েন। হঠাৎ একটি গাড়িতে করে এসে তার পথ আটকায় দুই ছিনতাইকারী। তারা হাতিয়ে নেয়ার চেষ্টা করে হাতের ব্যাগটি। নুটসি বাধা দিলে অস্ত্র দেখায়। পরে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হাল ছেড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। -বিবিসি মরুভূমি ঢেকে গেছে ফুলে চিলির আতাকামা পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত। প্রকৃতির লীলায় ফুল ফোটে এমন তিনটি মরুভূমির একটি হচ্ছে এটি। পাঁচ থেকে সাত বছর ব্যবধানে ফুল ফোটে। মরুভূমিটির ৬০০ মাইলেরও বেশি এলাকা বর্তমানে বুনোফুলে ছেয়ে গেছে। দেখে মনে হয় কেউ ফুলের গালিচা বিছিয়ে রেখেছে। ২০১৫ সালে সর্বশেষ এমন ফুলের গালিচা দেখা গেছে। সে হিসেবে আরও কয়েক বছর পর এমন দৃশ্য দেখার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই মরুভূমিটি ছেয়ে গেছে সুন্দর ফুলে। -গার্ডিয়ান
×