ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করণীয় ঠিক করতে লন্ডনে সিনিয়র নেতাদের তলব নওয়াজের

প্রকাশিত: ০৫:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

করণীয় ঠিক করতে লন্ডনে সিনিয়র নেতাদের তলব নওয়াজের

পানামাগেট মামলায় শরীফ পরিবারের রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রীমকোর্ট খারিজ করে দেয়ার একদিন পর শনিবার পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র নেতাদের পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করতে লন্ডনে তলব করেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে বর্তমান প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী শনিবার সন্ধ্যায় লন্ডনে গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। এর আগে শোনা যায়, আব্বাসীসহ জাতীয় গণপরিষদের স্পীকার আয়াজ সিদ্দিক, পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ও নওয়াজ শরীফের অন্য ঘনিষ্ঠ ব্যক্তিরা লন্ডনে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন। সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আব্বাসী সোমবার লন্ডন থেকে নিউইয়র্কে যেতে পারেন। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাদ্দেক মল্লিক বিয়ষটি নিয়ে কোন মন্তব্য করেননি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আমীর মুকাম জানান, লন্ডনে যাওয়ার পরিকল্পনা তাদের এজেন্ডার মধ্যে রয়েছে; তবে এটি এখনও চূড়ান্ত নয়। পিএমএল-এন চেয়ারম্যান ও হাউজের নেতা সিনেটর রাজা জাফারুল হককে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীদের সঙ্গে কোন বৈঠক হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার জানা নেই। নওয়াজ শরীফের দেশে ফেরার বিষয়টি তার স্ত্রীর শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে বলেও তিনি জানান।
×