ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল

প্রকাশিত: ০৫:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল

রাহুল গান্ধী গুজরাট ও হিমাচয় প্রদেশের নির্বাচনে কংগ্রেস সভাপতি হিসেবে প্রচার চালাতে পারেন। কংগ্রেস পার্টির নেতৃত্বে পরিবর্তন আনার লক্ষ্যে শীঘ্রই দলের সাংগঠনিক নির্বাচন হচ্ছে বলে জানা গেছে। এর ফলে রাহুলের পক্ষে দলীয় প্রধানের পদটি পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাংগঠনিক নির্বাচন হবে অক্টোবরে। এতে ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটির সভাপতির নির্বাচিত হতে পারেন রাহুল। তিনি বর্তমানে দলটির সহ-সভাপতির পদে রয়েছেন। মনে করা হচ্ছে এআইসিসির ওয়ার্কিং কমিটি নয় বরং দলের সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে রাহুলের কংগ্রেস সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। দলটির অন্যতম সিনিয়র নেতা বীরাপ্পা ময়লি বলেছেন, ‘অবস্থা দেখে মনে হয় আগামী মাসে অনুষ্ঠেয় সাংগঠনিক নির্বাচনে রাহুলই দলের সভাপতি নির্বাচিত হবে।
×