ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬৭তম জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত: ০৫:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

৬৭তম জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তার ৬৭তম জন্মদিনে দেশবাসীকে উপহার দিলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ছয় দশক পর এই বাঁধটি নর্মাদা নদীর তীরে তৈরি হলো। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের। আগেই তিনি স্থির করেছিলেন নিজের জন্মদিনে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শনিবার টুইট করেন, রবিবার দেশবাসীকে উৎসর্গ করব সর্দার সরোবর বাঁধ। পাশাপাশি তিনি জানান, এই প্রকল্প চালু হলে কয়েক লাখ কৃষক উপকৃত হবেন। আর মানুষের প্রত্যাশাও পূরণ হবে। বাঁধটি এক দশমিক দুই কিলোমিটার (১৮২ মিটার) লম্বা ও ১৬৩ মিটার গভীর। বাঁধের আওতায় ১৮ লাখেরও বেশি হেক্টর কৃষিজমি রয়েছে। বাঁধের পানি প্রবাহ খালের মাধ্যমে নয় হাজার গ্রামকে যুক্ত করবে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাঁধটি তৈরি হয়। ১৯৬১ সালের ৫ এপ্রিল বাঁধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই সময় থেকেই এই প্রকল্প নিয়ে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয় সরকার। তৈরি হয় ‘দ্য নর্মদা বাঁচাও আন্দোলন’ কমিটি। সমাজকর্মী মেধা পাটেকরসহ বহু পরিবেশবিদ এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হন। ১৯৯৬ সালে সুপ্রীমকোর্টের নির্দেশে বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। চার বছর পরে শর্তসাপেক্ষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে পালিত হয়েছে সেবা দিবস। আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পালন করেছে প্রধানমন্ত্রীর জন্মদিন। সকালেই গান্ধীনগরে মা হীরাবেনের কাছে আশীর্বাদের নেয়ার জন্য গেছেন মোদি। মায়ের সঙ্গে ২০ মিনিট সময় কাটানোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তাই বাঁধ উদ্বোধন করে বিজেপি ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রধানমন্ত্রীর এই প্রকল্পকে গুজরাটের লাইফলাইন আখ্যা দিয়ে বলেন, এই বাঁধ চালু হলে কৃষকরা যেমন উপকৃত হবেন তেমনই রাজ্যের কৃষিক্ষেত্রে আয় ও উৎপাদনা বাড়বে।
×