ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মানববন্ধন

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও উচ্ছেদের মতো সহিংসতার প্রতিবাদ জানিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। তাদের দাবির মধ্যে ছিল ‘জাতিগত রোহিঙ্গা হত্যা, মানবতাবিরোধী অপরাধ, এই গণহত্যা বন্ধ কর, ‘নাফ নদীতে আর কোন লাশ দেখতে চাই না’, ‘রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ান’, ‘বিশ্ব বিবেক জাগ্রত হও, রোহিঙ্গা নিধন বন্ধ কর’ ইত্যাদি। মানববন্ধনে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।-বিজ্ঞপ্তি
×