ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চালু হল প্রিপেইড গ্যাস মিটার

প্রকাশিত: ০৫:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীতে চালু হল প্রিপেইড গ্যাস মিটার

রাজধানীর নিকেতন ও গুলশান এলাকায় রবিবার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মসিউর রহমান। এ সময় কোম্পানির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখিত এলাকায় ৫০টি মিটার স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। পরবর্তী গ্রাহকগণকে সহজে ভেন্ডিংয়ের মাধ্যমে কার্ড রিচার্জের সুবিধা প্রদানের ব্যবস্থা নেয়া হবে। গ্রাহকগণ অত্যাধুনিক প্রিপেইড কার্ড ব্যবহারের মাধ্যমে সহজে গ্যাস বিল প্রদান করতে পারবেন। তিতাস গ্যাস প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের এই প্রকল্প বাংলাদেশ সরকার, জাইকা ও নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই লাখ আবাসিক প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। -বিজ্ঞপ্তি
×