ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়ার্স এ্যাসোসিয়েশন

ফয়সাল সভাপতি, শরীফুজ্জামান সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৫:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ফয়সাল সভাপতি, শরীফুজ্জামান সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ এ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সালকে সভাপতি ও এ্যাডভোকেট শরীফুজ্জামান মজুমদার সংগ্রামকে সাধারণ সম্পাদক করে ল ইয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএবি)-এর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলবিএ’র উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। কমিটিতে কিছু শূন্যপদ রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম, এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী, এমএ গফুর মজুমদার। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মীর মোশারফ হোসেন বাদল, মোঃ কাওছার আলম, মোঃ ওমর ফারুকী, সাইফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম ফিরোজ, ড. বদরুল হাসান কচি, শিকদার মোঃ আকতারুজ্জামান হিমেল, মোহাম্মদ নুর হোসেন। প্রচার সম্পাদক মির্জা মোঃ জামাল হোসেন, অফিস সম্পাদক পদে মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক পদে মোঃ তাজুল ইসলাম, আইন সম্পাদক বজলুর রশিদ দোলন, উপ-আইন সম্পাদক আতিকুর রহমান খান, প্রকাশনা সম্পাদক মোঃ আল আমীন হোসেন, মহিলা সম্পাদক নাজমা আফরিন সুমনা, সহ-মহিলা সম্পাদক ইয়াছমিন খান শীলা, উপ-সাংস্কৃতিক সম্পাদক আজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রিপন বিশ্বাস, উপ-ক্রীড়া সম্পাদক এজাজুর রহমান রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মহিউদ্দিন চৌধুরী (শরীফ), উপ-তথ্য ও গবেষণা সম্পাদক তাপস ম-ল, সমাজকল্যাণ সম্পাদক ইদ্রিস আলী চুন্নু, উপ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন- আব্দুর নুর দুলাল, আবদুল্লাহ আল হারুন রাসেল, মোঃ আরিফুর রহমান সরকার, এজি মাহমুদ, আলী আহসান মোল্লা, আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান দুর্জয়, আমরীন মৃধা, এমারত হোসেন বাচ্চু, বিকাশ চন্দ্র সাহা, দেলোয়ার হোসেন, ফিরোজ আলম, ফিরোজুর রহমান চৌধুরী, মোঃ জাকির হোসেন, জাহিদুল আলম জাহিদ, কামাল হোসেন পাটোয়ারী, মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, নাজনীন সুলতানা, ওমর ফারুক ভূঁইয়া, ব্যারিস্টার রেফাতুল করিম লেলিন, মোঃ শামীম খান, শাহনেওয়াজ পাটোয়ারী শুভ।
×