ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পায়ের দুর্গন্ধ জানাবে রোবট কুকুর

প্রকাশিত: ০৫:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পায়ের দুর্গন্ধ জানাবে রোবট কুকুর

পায়ের দুর্গন্ধ আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। কিন্তু আপনার পায়ে দুর্গন্ধের পরিমাণ কম নাকি বেশি, সেটা জানবেন কীভাবে। আপনি তো আর সহকর্মী অথবা অপরিচিত বা প্রিয়জনকে জিজ্ঞাসা করতে পারবেন না যে, আপনার পায়ের গন্ধের একটা সৎ মূল্যায়ন করে দেয়ার জন্য। তাই এক্ষেত্রে আপনার জন্য সহায়ক হতে পারে ‘হানা-চ্যান’ নামক একটি ছোট্ট রোবট কুকুর। জাপানী প্রতিষ্ঠান নেক্সট টেকনোলজির তৈরি করা রোবটটিতে গন্ধ শণাক্তকরণ সেন্সর বিল্ট-ইন রয়েছে, ফলে এটি আপনার পা গন্ধহীন নাকি গন্ধময় তা জানাতে সক্ষম। আপনার পায়ের গন্ধ যদি পরিমিত মাত্রায় থাকে তাহলে ৬ ইঞ্চি লম্বা এই কুকুরটি স্বাভাবক আওয়াজ করতে থাকবে কিন্তু বেশি গন্ধযুক্ত হলে কুকুরটি ধপাস করে পড়ে যাবে। আপনার পায়ের বিকট দুর্গন্ধ শণাক্ত করে ইঙ্গিত দেয়াটাই কেবল এই রোবট কুকুরটির একমাত্র কাজ নয়, বরঞ্চ আপনি যেন জরুরী মুহূর্তে বিপত্তি থেকে উদ্ধার হতে পারেন সেজন্য আপনার পায়ের আঙুলে সুগন্ধের জন্য এয়ারফ্রেশনার স্প্রে করবে। পায়ের গন্ধ শণাক্তকারী ছোট্ট রোবট কুকুরটি এখনও প্রটোটাইপ (খসড়া) পর্যায়ে রয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, প্রয়োজনীয় উন্নয়ন শেষে ২০১৮ সালের শুরুতে এটি বাজারজাত করা সম্ভব হবে। রোবটটির দাম পড়বে ৯শ’ ডলার।-ওয়েবসাইট থেকে
×