ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া ৪ পুলিশ গ্রেফতার

রাজধানীতে কর্মচারীর হাতে ফার্মেসি মালিক খুন

প্রকাশিত: ০৫:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীতে কর্মচারীর হাতে ফার্মেসি মালিক খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় কর্মচারীর হাতে আবুদল আউয়াল (৪৫) নামে এক ফার্মেসি মালিক খুন হয়েছেন। রবিবার দুপুরে সাঁতারকুল রোডের লিভা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কর্মচারী ফখরুলকে আটক করেছে পুলিশ। কর্মচারী ফখরুল ধারালো ছুরি দিয়ে মালিক আব্দুল আউয়ালকে আঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় নিহত ২ ॥ রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মিরপুর বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় শনিবার রাতে নিহত হন শাকিব (২০)। অপরদিকে, ক্যান্টনমেন্ট-বিমানবন্দরের মাঝামাঝি স্থানে রেললাইনে ট্রেনে কাটা পড়ে নিহত হন সজিব মোল্লা (২০)। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শাকিবের বাবা আহসান হাবীব জানান, শাহ আলী থানার নবাবেরবাগে তার বাসা। শাকিব শনিবার রাত আটটার দিকে মিরপুর বেড়িবাঁধে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। তখন পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাত ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অপরদিকে, শনিবার রাত নয়টার দিকে রেললাইনের ক্যান্টনমেন্ট-বিমানবন্দর মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে মারা যান সজীব মোল্লা। রবিবার রেলওয়ে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সজীব গুলশানের যমুনা ব্যাংক লিমিটেডে পিয়ন পদে চাকরি করতেন। কুড়িল বিশ্বরোড এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। হোটেল ম্যানেজার হত্যার আসামি গ্রেফতার ॥ গত ২৫ আগস্ট রাতে রাজধানীর বংশালের ‘আরাফাত হোটেলের’ ম্যানেজার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি মোশারফ হোসেনকে (১৮) গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ভোলার লালমোহনের লর্ড হার্ডিঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, তিন বছর ধরে পরিবারের সঙ্গে মোশারফের কোন যোগাযোগ নেই। তিনি গ্রামেও যেতেন না। গত কোরবানির ঈদের ১৫ দিন আগে তিনি আরাফাত হোটেলে চাকরি নেন। কিন্তু মাস না পেরুতেই বেতন ও ঈদের ছুটি চান। মোশারফকে হোটেল ম্যানেজার আনোয়ার বেতনের কিছু টাকা দিলেও বাকি টাকা ও বোনাস দিতে অস্বীকৃতি জানান। ওই ক্ষোভ থেকেই মোশারফ হোটেল ম্যানেজারের মাথায় আঘাত করে ও গলা কেটে হত্যা করে। এরপর মোবাইল ও মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যায় সে। আব্দুল বাতেন বলেন, মোশারফ আগে থেকেই জানত ম্যানেজারের কাছে প্রচুর টাকা রয়েছে। ফলে সে হত্যাকা-ের রাতে ম্যানেজারের রুমে ঢুকে প্রথমে তার মাথায় আঘাত করে দুর্বল করে। এরপর তরকারি কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে। হত্যার পর সে নারায়ণগঞ্জে নতুন চাকরি নেয়। সেখান থেকে তার এক পরিচিতের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে ভোলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ বেতন-বোনাস না পাওয়ায় ম্যানেজারকে হত্যার কথা স্বীকার করেছে। ভুয়া পুলিশ গ্রেফতার রাজধানীতে অভিযান চালিয়ে ভুয়া ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন ধরনের দ্রব্য, পুলিশের এসপি, ওসি, এসবির সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়।
×