ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলায় সন্দেহভাজন তরুণ গ্রেফতার

প্রকাশিত: ০৭:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

লন্ডন হামলায় সন্দেহভাজন তরুণ গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ লন্ডনের টিউব ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ আঠারো বছরের এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে ঘরে তৈরি বোমার বিস্ফোরণে ২৯ জন আহত হন। লন্ডন থেকে দুই ঘণ্টার পথ বন্দরনগরী ডোভারের পুলিশ স্থানীয় সময় শনিবার সকালে ওই তরুণকে আটক করে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। খবর বিবিসি অনলাইনের। স্থানীয় একটি থানার হাজতে তাকে রাখা হয়েছে। তবে অচিরেই দক্ষিণ লন্ডনের একটি থানায় স্থানান্তর করা হবে বলে জানা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সারে কাউন্টির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সেটিকে খালি করার কয়েক ঘণ্টা আগে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের উপ-সহকারী কমিশনার নীল বাসু গ্রেফতারের ঘটনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এক গুরুত্বপূর্ণ গ্রেফতারের মাধ্যমে তদন্তকে আমরা এগিয়ে নিয়েছি। তদন্ত অব্যাহত থাকবে। হুমকির মাত্রা সঙ্কটজনক অবস্থাতেই থাকবে।
×