ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীর এইচআইভি

প্রকাশিত: ০৭:১৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭

কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীর এইচআইভি

বিডিনিউজ ॥ কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা নারীর এইচআইভি পজেটিভ শনাক্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা। পঞ্চাশোর্ধ ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহীন মোঃ আব্দুর রহমান চৌধুরী। তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ওই নারী অসুস্থ হয়ে শুক্রবার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর ‘এইচআইভি পজেটিভ’ ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। এ চিকিৎসক বলেন, রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনার পর আবারও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার এইচআইভি পজেটিভ ভাইরাস ধরা পড়ে। তাকে হাসপাতালের ‘আশার আলো’ ইউনিটে (এইচআইভি পজেটিভ রোগী সেবা কেন্দ্র) চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
×