ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ইউনাইটেড ট্রাস্ট

প্রকাশিত: ০৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৭

জামালপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ইউনাইটেড ট্রাস্ট

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ সেপ্টেম্বর॥ মেলান্দহ সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ঢাকাস্থ ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড ট্রাস্ট। এ নিয়ে দুপক্ষের মধ্যে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার দুপুরে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলার মালঞ্চ এলাকায় ইউনাইটেড ট্রাস্ট কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, কোন প্রতিষ্ঠান সরকারীকরণ হলে জনগণ সেখান থেকে সেবা পায় না। কর্মকর্তারা সেখানে চাকরিও করতে চায় না। তাদের দেশপ্রেম বলতে কিছুই নেই। সরকারী দায়িত্বে থেকেও হালাল রোজগার দিয়ে তাদের পেট ভরে না। ফলে অনেক ক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠান থেকে জনগণ তাদের কাক্সিক্ষত সেবা পায় না। সেবার মান পড়ে যায়। তিনি বলেন, মেলান্দহ উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইউনাইটেড ট্রাস্ট সরকারের সঙ্গে কাজ করতে স্বেচ্ছায় এগিয়ে এসেছে। ইউনাইটেড ট্রাস্ট সরকারী মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে মেলান্দহ উপজেলাবাসীকে আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা দেয়ার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সভায় ইউনাইডেট ট্রাস্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ জে এম ফজলুর রহমান (অব) এই হাসপাতালকে ঘিরে তিন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় তিনি জানান, তিন বছরের এই সেবা কার্যক্রমের আওতায় সরকারী ডাক্তারসহ অন্যান্য কর্মচারী নিয়োগ সরকার থেকেই থাকবে। রোগীদের সেবার জন্য ট্রাস্টের পক্ষ থেকে বিভাগ অনুসারে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে। এ ছাড়া হাসপাতালের আউটডোর, জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, রোগীদের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে অপারেশন, ওষুধ, বিছানা থেকে শুরু করে প্রয়োজনীয় সব রকমের আধুনিক যন্ত্রপাতির সবই দেবে ইউনাইটেড ট্রাস্ট। হাসপাতালের চিকিৎসক ও নার্সের আবাসিক ভবনসহ সংস্কার ও নির্মাণ করা হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাক্তার ও রোগীদের জন্য উন্নত টয়লেট, আউটডোরের রোগী ও রোগীর লোকজনদের বসার সুবিধা, রোগীদের তথ্যসেবার ব্যবস্থা এবং রাত আটটা পর্যন্ত ডায়াগনস্টিক পরীক্ষা ও ফার্মেসি খোলা রাখা হবে। উন্নত চিকিৎসাসেবা পেতে যা যা প্রয়োজন তার সবই করা হবে এই হাসপাতালে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জামালপুরের সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় সরকারী স্বাস্থ্য বিভাগ ও ইউনাইটেড ট্রাস্টের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
×