ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বিধবাকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে বিধবাকে হত্যা চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর ॥ কমলনগরে রিক্তা বেগম নামে এক বিধবাকে হত্যার চেষ্টা করেছে নিজ মেয়ের শ^শুর এবং দেবর। শনিবার রাত তিনটার দিকে সরকারী মহিলা কলেজের সামনে থেকে পুলিশ তার পা ও মুখ বাঁধা গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, রিক্তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রাত তিনটার দিকে উদ্ধার করে। তার গলায়, বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিন বছর পূর্বে তার স্বামী মারা যান। রিক্তা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় কমলনগর হাজিরহাট বাজার থেকে কেনাকাটা শেষ করার পর নিজ বাড়ি চরজাঙ্গালিয়া হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সাযোগে এসে হানিফ মাস্টারের ছেলে আজাদ, মেয়ের দেবর এবং অপর অজ্ঞাত দু’চারজন মিলে ধস্তাধস্তি করে গাড়িতে তুলে নেয়। এরপর প্রথমে মুখ, পরে পেছনের দিকে হাত এবং দুই পা বেঁধে গলাটিপে হত্যার চেষ্টা করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে সদর উপজেলার সরকারী মহিলা কলেজের পাশের্ তাকে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পেট্রল ডিউটিরত পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, হাজিরহাটে তার একটি দ্বিতল বাড়ি, ফলকনে একটি বাড়ি, হাজিরহাটে একটি দোকানঘর এবং গাজীপুরে একখ- জমি তারা দখলে নেয়ার জন্য এ হত্যার চেষ্টা চালায়। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অজ্ঞাত (৪৫) এক যুবকের মরদেহ ডোমার উপজেলার রেললাইনের কাজিরহাট ধোওলা রেল ঘুণ্টি হতে জিআরপি উদ্ধার করেছে। শনিবার দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা ভোরে খুলনা মেইল ট্রেন ডোমার হতে চিলাহাটি যাওয়ার পথে ওই যুবক কাটা পড়ে কেউ কেউ বলছে দুষ্কৃতকারীরা তাকে মেরে রেললাইনের ওপর ফেলে গেলে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ সেপ্টেম্বর ॥ নেত্রকোনা-কলমাকান্দা সড়কের চরপাড়া নামকস্থানে শনিবার বিকেলে অটোরিক্সার ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম নাজির উদ্দিন। সে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর গ্রামের তাহের উদ্দিনের ছেলে। জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র নাজির উদ্দিন শনিবার দুপুরে বাইসাইকেল চালিয়ে বারহাট্টায় যাচ্ছিলেন। সদর উপজেলার চরপাড়া নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে পরে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
×