ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের অনুমোদন পেল মাইডাস ফাইন্যান্স

প্রকাশিত: ০৫:৩০, ১৭ সেপ্টেম্বর ২০১৭

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের অনুমোদন পেল মাইডাস ফাইন্যান্স

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকে রূপ নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ডিপি (ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট) লাইসেন্স পেয়েছে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড। সূত্র মতে, গত ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স দেয় বিএসইসি। এখন প্রতিষ্ঠানটি মার্চেন্ট ব্যাংকের সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে। আইন অনুযায়ী একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক ইস্যু-ম্যানেজমেন্ট, কর্পোরেট এ্যাডভাইজরি, আন্ডার রাইটিং ও পোর্টফলিও ম্যানেজমেন্টের কাজ করতে পারে। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি কোম্পানিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উল্লেখ্য, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হলো ২৫ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ব্যাংক খাত গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ডিএসইতে মোট লেনদেনের ২৯ শতাংশ অবদান রয়েছে এ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৩১৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংকবহির্ভূত আর্থিক খাত ১৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে আর্থিক খাতে ১৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ খাতে। লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন ও প্রকৌশল খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ৭ শতাংশ, সিমেন্ট, বিবিধ ও সাধারণ বীমা খাতে ৩ শতাংশ, সিরামিক, ট্যানারি, টেলিকমিউনিকেশন ও খাদ্য আনুষঙ্গিক খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া আইটি, বীমা ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×