ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা নেটওয়ার্কের তালিকাভুক্তির অনুমোদন

প্রকাশিত: ০৫:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আমরা নেটওয়ার্কের তালিকাভুক্তির অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা উত্তোলন করা তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ককে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএসই’র পর্ষদ সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আমরা নেটওয়ার্ক গত ৭ সেপ্টেম্বর আইপিও লটারি সম্পন্ন করে। লটারিতে বিজয়ী বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা হলেই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেনের তারিখ ঘোষণা করা হবে। কোম্পানিটির আইপিওতে ১৮গুণ বেশি আবেদন জমা পড়েছিল। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ ৭ টাকা তুলেছে। এই শেয়ারের মধ্যে ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি শেয়ার পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা; যা মোট শেয়ারের ৪০ শতাংশ। ৩৫ টাকা দরে এই শেয়ার বিক্রি হবে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট ৬০ শতাংশ বা ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি শেয়ার পাবে মিউচুয়ালসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ৩৯ টাকা দরে এই শেয়ার বিক্রি হবে। এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ৩৫ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকা। ব্লক মার্কেটে ৭৩৪ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ৪২ কোম্পানি ও ৩ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৯ কোটি ১ লাখ ৫৭ হাজার ২৬৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭৩৪ কোটি ৮৭ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আর হাত বদল হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার শেয়ারের। দ্বিতীয় অবস্থানে ছিল পূবালী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৯৯ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৫৭ হাজার ৯৯১টি শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৬৯ লাখ টাকা।
×