ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়াম সিকিউরিটিজের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল

প্রকাশিত: ০৫:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

প্রিমিয়াম সিকিউরিটিজের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় র‌্যাংগস গ্রুপের কর্ণধার এম এ রউফ চৌধুরী ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরীর বেকসুর খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ-আদালতে আপীল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে খালাস পাওয়া প্রিমিয়াম সিকিউরিটিজের বিরুদ্ধেও আপীল করা হয়েছে। গত ২৩ এপ্রিল শেয়ারবাজারসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী আসামিদের খালাসের রায় দেন। এরপরে বিএসইসি ওই রায়ের বিরুদ্ধে গত ৩১ মে উচ্চ-আদালতে আপীল করে। এ সংক্রান্ত একটি নির্দেশ শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালে এসেছে। জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে আপীল সংক্রান্ত একটি নির্দেশ আসে ট্রাইব্যুনালে। এক্ষেত্রে আসামিদের অবহিত ও জামিন নেয়ার কথা বলা হয়। যার আলোকে ট্রাইব্যুনাল আসামিদের নোটিস পাঠায়। এদিকে শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালের নোটিসের আলোকে আসামি এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরী জামিনও গ্রহণ করেছেন। তারা বুধবার ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জামিন নেন। এক্ষেত্রে তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী পান্নু খান ও আব্দুস সালাম খান। অন্যদিকে এ মামলার নথি প্রেরণের জন্য ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যা বৃহস্পতিবার পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা খান বলেছেন, প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় রায়ের কপি পাওয়ার পরে বিএসইসি উচ্চ-আদালতে আপীল করেছে। যাতে মামলাটির বিচারকাজ উচ্চ আদালতে শুরু হবে। এরই ধারাবাহিকতায় নিয়মনীতি অনুযায়ী, আসামিরা ট্রাইব্যুনাল থেকে বুধবার জামিন নিয়েছেন। এ মামলার আসামিরা হলেন- প্রিমিয়াম সিকিউরিটিজসহ প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, পরিচালক সাঈদ এইচ চৌধুরী ও আনু জায়গীরদার এবং ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। তবে এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে আসামি মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারকাজ বন্ধ ছিল। যার কারণে শুধু এম এ রউফ চৌধুরী, সাঈদ এইচ চৌধুরী ও প্রিমিয়াম সিকিউরিটিজের রায় হয়।
×