ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ০৫:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ সেপ্টেম্বর ॥ গরিব অসহায় ও বন্যার্ত মানুষের মাঝে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম ও আইয়ুব আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ বিভাগীয় প্রধানও উপস্থিত ছিলেন। প্রায় ৪ হাজার গরিব অসহায় ও বন্যার্ত মানুষকে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ২৮ ডাক্তার ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। ভিক্ষুক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৬ সেপ্টেম্বর ॥ কাঁঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার ভিক্ষুকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে সভার আয়োজন করে। এতে উপজেলার ৩০০ ভিক্ষুক অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ জানান।
×