ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৫:২৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সিলেটে শীর্ষ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি সুজন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। সে বিমানবন্দর থানার মাখরখলা গ্রামের সুন্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুজনকে গ্রেফতারের পর তার বাহিনীর সদস্যরা তাকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সুজন বাহিনীর ধারালো অস্ত্রের কোপে আহত হন র‌্যাব সদস্য সার্জেন্ট তপু রায়হান। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এ সময় আহত হন আরও কয়েকজন র‌্যাব সদস্য। হামলায় সুজন মিয়াও আহত হয়। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী সুজন তার নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গঠন করে এবং সে ওই বাহিনীর গডফাদার হিসেবে পরিচিত। সুজনের নেতৃত্বে তার বাহিনী এসএমপির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিল। তার এ ধরনের কর্মকা-ে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত ছিল। সন্ত্রাসী সুজনের সশস্ত্র সহযোগীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন মাখরখলা গ্রামের চারপাশে পালাক্রমে পাহারার ব্যবস্থা করত। সৈকতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া মোঃ ভুট্টুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। সে শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মনুর ছেলে।
×