ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে এ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আশা করছি

প্রকাশিত: ০৫:২৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আশা করছি

স্টাফ রিপোর্টার ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের দেশ হবে অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকতার জন্য আমরা আইনী লড়াই করেছি, এখনো করছি। দুর্গাপূজা হিন্দুদের একটি বড় উৎসব। কাজেই ধর্ম যার যার, উৎসব সবার। এজন্যই নিজের অর্থায়নে আজ সামান্য কিছু অর্থ ও শাড়ি আপনাদের মাঝে বিতরণ করতে এসেছি। এমন অর্থে আপনাদের খুব উপকার হবে না, কিন্তু যুক্ত করলাম মাত্র। তিনি বলেন, বঙ্গবন্ধু, জেলহত্যা, যুদ্ধাপরাধীদের মামলা পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। এটা আমার জন্য বড় সার্থকতা। যুদ্ধাপরাধের প্রতিটি মামলা পরিচালনা করতে গিয়ে আমি কেঁদেছি (নির্যাতনের ভয়াবহতা নিয়ে) এখনও কাঁদছি। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং মুক্তিযোদ্ধা পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজাম-পে আর্থিক সহায়তা ও দুস্থ হিন্দুদের মাঝে কাপড় বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোহিঙ্গা সমস্যা নিয়ে মাহবুবে আলম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করে খাবেন। এমন কথা যিনি বলতে পারেন তাকে শান্তিতে নোবেল দেয়া উচিত। ড. ইউনূসকে যখন শান্তিতে নোবেল দেয়া হয় তখন আমি বলেছিলাম তাকে নোবেল দেয়া উচিত নয়। বাংলাদেশে শান্তিতে নোবেল পাওয়ার উপযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্তু লারমা। বিভিন্ন মামলা পরিচালনার কারণে আমাকে ও আমার পরিবারকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে। তবুও থামাতে পারেনি, আমি চলতে থাকব। পূজা উদযাপন পরিষদ লৌহজং শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল বাশার, পূজা কমিটির সাধারণ সম্পাদক সমর কুমার ঘোষ, অধ্যাপক ড. আবু ইউসুফ ফকির প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন। বক্তব্য শেষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৩২টি এবং টঙ্গীবাড়ি ইউনিয়নের ৪৭টি ম-পে নগদ অর্থ এবং দুস্থ মহিলাদের মাঝে কাপড় বিতরণ করেন।
×