ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়া ইয়াবার অন্যতম জোন ॥ অতিরিক্ত সচিব

প্রকাশিত: ০৫:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

পটিয়া ইয়াবার অন্যতম জোন ॥ অতিরিক্ত সচিব

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর ॥ পটিয়া উপজেলা ইয়াবার অন্যতম জোন। এখানে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। অথচ পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কোন তৎপরতা নেই। ইয়াবার কারণে ঐতিহ্যবাহী পটিয়ার ভাবমূর্তি দারুণভাবে নষ্ট হচ্ছে। পটিয়াসহ সারা দেশে মাদক নির্মূল করতে হলে মাদকের ব্যবহার বন্ধ ও চাহিদা কমাতে হবে। মিয়ানমার হয়ে নাফ নদী পেরিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ও নৌপথে সারা দেশে ইয়াবার চালান যাচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের ব্যবহার যাতে না হয় সেভাবে সচেতন ও মাদকবিরোধী অভিযান চালাতে হবে। শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন। পটিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদফতরের উপপরিচালক এ কে এম শওকত ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, চট্টগ্রাম জেলার মাদকদ্রব্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান ম-ল, কুতুবদিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন। মাগুরায় মাদক প্রতিরোধেশপথ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ সেপ্টেম্বর ॥ মাগুরায় মাদকবিরোধী শপথ নিলেন ৫ হাজার মানুষ। শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলার নহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম শপথবাক্য পাঠ করান। নহাটা ইউপি চেয়ারম্যান আলী মিয়ার সভাপতিত্ব করেন।
×