ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজবোর্ড দাবিতে খুলনায় সমাবেশ

প্রকাশিত: ০৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭

নবম ওয়েজবোর্ড দাবিতে খুলনায় সমাবেশ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নবম ওয়েজবোর্ডের দাবিতে খুলনায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। কেইউজের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন ম-ল, বিএফইউজের সহসভাপতি মনোতোষ বসু ও যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার। কেইউজের সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের নির্বাহী সদস্য গৌরাঙ্গ নন্দী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, বর্ষীয়ান সাংবাদিক এ্যাডভোকেট মনিরুল হুদা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর রায়, টিভি জার্নালিস্ট ইউনিটির সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নয়ছয় শুরু করেছেন। তিনি নানা টালবাহানা করে সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে কাজ করছেন। নেতৃবৃন্দ অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা করার দাবি জানান।
×