ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রকাশিত: ০৫:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সিলেটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাট উপজেলার ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশীদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের ৯ সদস্য। তাকে অপসারণ করে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণার দাবিতে ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন তারা। শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যন ফয়জুর রহমান অভিযোগে বলেন, ২০১৬ সালের ৯ আগস্ট পূর্ববর্তী পরিষদের কাছ থেকে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর হতে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ হতে তারা এক টাকাও সম্মানী ভাতা পাননি। এ সময়ের মধ্যে পরিষদের একটি সভা ছাড়া আর কোন সভাও অনুষ্ঠিত হয়নি। এমনকি এ দায়িত্ব গ্রহণের পর হতে চেয়ারম্যন মামুন রশীদ ইউনিয়ন পরিষদের অফিসে প্রায়ই অনুপস্থিত থাকেন। যে কারণে ইউনিয়নের বাসিন্দারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে পরিষদের বিভিন্ন সদস্য বিভিন্ন সময় চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করলে উল্টো অপমানিত হতে হয়েছে। গত ১৩ মাসে এ ইউনিয়ন পরিষদের উন্নয়নে বর্তমান সরকার প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। এর মধ্যে ৫টি প্রজেক্টের প্রায় ১০ লাখ টাকার কাজ হলেও বাকি ৪০ লাখ টাকা বেনামী প্রজেক্ট তৈরি করে তা আত্মসাত করেছেন। এছাড়া কাবিখা, টিআর প্রকল্পের কোন খবর অভিযোগকারী পরিষদের সদস্যরা জানেন না। হদিস পাননি সরকারী টিন ও সৌর বিদ্যুত যন্ত্রপাতি বরাদ্দের। এ অভিযোগ দায়েরের পর থেকে চেয়ারম্যান মামুন রশীদ বেপরোয়া হয়ে উঠেন এবং তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা সদস্যদের মারধরেরও চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
×