ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চালকল মালিকদের হেনস্থার অভিযোগ

প্রকাশিত: ০৫:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

চালকল মালিকদের হেনস্থার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ চালের বাজার উর্ধগতি নিয়ে নানামুখী কারসাজির তৎপরতার অভিযোগের মধ্যে শনিবার আকস্মিকভাবে অনুষ্ঠিত হয়েছে চালকল মালিকদের বিশেষ সাধারণ সভা। চালকল মালিকদের সংগঠন বাংলাদেশ অটো মেজর হাসকিং মিলমালিক সমিতির উদ্যোগে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকার একটি অটো হাসকিং মিলে এই সভার আয়োজন করা হয়। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের মিল মালিকসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক চালকল মালিক-চাল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কোন প্রকার আগাম ঘোষণা ছাড়ই চালকল মালিকদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই বিশেষ সভা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। পরে এ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সুত্র জানায়, চালের বাজার নিয়ে মিল মালিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে সভায় চালকল মালিকরা বলেন, মিডিয়া সঠিক তথ্য লিখছে না। মিল মালিকদের অযৌক্তিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে বলা হয়, শুধু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চালকলে অভিযান চালান ঠিক না, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চললে তাদের কোন অভিযোগ নেই। সভা শেষে হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাধারণ সম্পাদক লায়েক আলী সাংবাদিকদের সঙ্গে কোন কিছু বলতে রাজি হননি। চালকল মালিকদের বিশেষ বৈঠকের খবর পেয়ে সংবাদ কর্মীরা সেখানে গেলে প্রথমে তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়া হয়। পরে সভা শেষ হওয়া মুহূর্তে সাংবাদিকদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়। বাংলাদেশে অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সভাপতি জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে, কিভাবে বাজার নিয়ন্ত্রণ ও সরকারকে সহযোগিতা করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।
×