ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে পোস্ট ই-তথ্য প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৫:১৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

দুর্গাপুরে পোস্ট ই-তথ্য প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৬ সেপ্টেম্বর ॥ দুর্গাপুরে সুসং উপজেলা পোস্ট অফিসে ই-তথ্য সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের নামে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বাংলাদেশ ডাক বিভাগের পরিপত্র অনুযায়ী, সুসং উপজেলা পোস্ট মাস্টার ও হাসনাত জাহান পপি উদ্যোক্তা পোস্ট ই-সেন্টার এক ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাকঘরের নিজস্ব হলরুমে পোস্ট ই-তথ্য সেন্টারে তিন মাস-ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেন। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর এ প্রশিক্ষণ কোর্সে বিধি মোতাবেক ১৫ প্রশিক্ষণার্থী ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের উদ্যোক্তা হিসেবে নিয়োগ পান উপজেলার চ-িঘর ইউনিয়নের পোস্টম্যান আবুল হাসানের মেয়ে হাসনাত জাহান পপি। আবুল হাসান নেত্রকোনা সদরের চুচুয়া পোস্ট অফিসে পোস্টম্যান হিসেবে কর্মরত রয়েছেন। সেখান থেকে তিনি দুর্গাপুরের পোস্ট ই-তথ্য কম্পিউটার সেন্টারের খোঁজখবর রাখেন অথচ খোঁজ রাখেন না দায়িত্বে থাকা উপজেলা পোস্ট মাস্টার নিপেন্দ্র চন্দ্র সরকার। ৩ মাসব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতি শিক্ষার্থীর ফি বাবদ ৫ হাজার টাকা করে নিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষণার্থী জানান। অথচ সরকার ঘোষিত ফি ১ হাজার ১০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের পোস্টাল একাডেমি থেকে সনদপত্র প্রদান করা হবে বলেও ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। দেড় মাস প্রশিক্ষণ চললেও মোট ক্লাস করেছেন ১৫ দিন আর বাকি ৩০ দিন প্রশিক্ষণ করাননি, আর এক মাস অতিবাহিত হলেও কোন খোঁজ নেই প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বাকি দেড় মাস প্রশিক্ষণ কবে হবে কেউ রাখেন না তার খবর এর অপেক্ষায় প্রতিদিন প্রশিক্ষণার্থীরা পোস্ট অফিসের সামনে ভিড় করলেও মাথাব্যথা নেই পোস্ট মাস্টারের। পোস্টম্যান আবুল হাসানের দাপটে ও উপজেলা পোস্ট মাস্টার নিপেন্দ্র চন্দ্র সরকারের সহায়তায় হাসনাত জাহান পপি এ অনিয়ম বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বেশিরভাগ প্রশিক্ষণার্থী। এ বিষয়ে উপজেলা পোস্ট মাস্টারের ভারপ্রাপ্ত নিপেন্দ্র চন্দ্র সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি প্রশিক্ষণ বিষয়ে তেমন কিছু জানি না এটা ভাল বলতে পারবে আবুল হাসান। এ ব্যাপারে আবুল হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশিক্ষণের সকল ডকুমেন্ট উপজেলা পোস্ট মাস্টার স্যারের কাছে রয়েছে। নেত্রকোনা পোস্ট অফিস পরিদর্শক আঃ রাজ্জাকের যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৩ সাল থেকে সরকারের এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল পোস্ট অফিসে এ কার্যক্রম চালু হয়েছে। তবে দুর্গাপুরের ক্ষেত্রে ইতোমধ্যে কিছু সমস্যা রয়েছে। এ ব্যাপারে আমরা দেখছি কি করা য়ায়।
×