ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনবলের অভাবে সিলেট হেলথ টেকনোলজিতে অচলাবস্থা

প্রকাশিত: ০৫:১৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

জনবলের অভাবে সিলেট হেলথ টেকনোলজিতে অচলাবস্থা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রয়োজনীয় শিক্ষক কর্মকর্তা-কর্মচারী না থাকায় সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা বিরাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের ধারা অব্যাহত রাখলেও বর্তমানে কাক্সিক্ষত সাফল্য ও সফলতা অর্জন ব্যাহত হচ্ছে। জানা গেছে, ২০১১ সালের ২৪ ডিসেম্বর সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি শিক্ষা কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়নি। সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সিলেট বিভাগের সকল বেসরকারী ম্যাটস আই এইচটি-এর সকল রকম পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বর্তমানে ৫টি অনুষদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলো ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি এ্যান্ড ইমেজিং, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট ও ফার্মেসি। চালু হওয়ার প্রক্রিয়াধীন অনুষদ হলো স্পেশালাইজ ডিপ্লোমা কমিউনিটি হেলথ কোর্স। প্রতিষ্ঠানটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৮২২ জন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভতি প্রক্রিয়াধীন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫৭ জন। চালু থাকা ৫টি অনুষদে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে শ্রেণী কার্যক্রম চালানো হচ্ছে। অতিথি শিক্ষক আছেন মাত্র কয়েকজন। এভাবে স্বল্প শিক্ষকদ্বারা জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে সঠিক পাঠদান কঠিন হয়ে পড়েছে। এছাড়াও ১২০ কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র ৮ জন। সংশ্লিষ্টরা জানান সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালাতে ন্যূনতম ৪৭ জন শিক্ষক ও ১২০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। তাছাড়াও রয়েছে ছাত্রছাত্রীদের আবাসন সঙ্কট। সীমানা প্রাচীর না থাকায় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরক্ষিত রয়েছে। সেখানে বহিরাগতরা অনুপ্রবেশ করে নানান অপরাধমূলক কর্মকান্ড- করে থাকে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবাসিক সমস্যার সমাধানসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের।
×