ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরীর সড়ক বেহাল

প্রকাশিত: ০৫:১২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহী নগরীর সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর রেলস্টেশন থেকে তালাইমারী প্রধান সড়কটির এখন বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় পুরো সড়কটি এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেলস্টেশন সংলগ্ন এলাকায় মূল সড়কে কাদা পানি জমে একাকার হওয়ায় এক সাইডে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু সড়কটি নয়, নগরীর ৩০টি ওয়ার্ডের ছোট-বড় প্রায় সব সড়কের এখন এমনই অবস্থা। রাজশাহী নগরীর সড়কের এমন অবস্থা আগে কখনও হয়নি। এ জন্য নগরবাসী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে দুষলেও নগর সেবা সংস্থা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে আগামী ডিসেম্বরের আগে এসব সড়ক মেরামতের সুযোগ নেই। শনিবার নগরীর রেলস্টেশন সংলগ্ন শিরোইল এলাকায় গিয়ে দেখা গেছে, পুরো সড়কটি কাদা পানি আর খানা-খন্দে ভরা। একদিকের সড়ক ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। দুই লেনের এ সড়কটি এখন একলেনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংঙ্কার না করার কারণে এসব রাস্তাগুলোর কাপের্টিং উঠে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী রেলস্টেশন থেকে তালাইমারী পর্যন্ত পুরো সড়কটির ভগ্নদশায় পথচারীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। ০এদিকে নগরবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো রাজশাহী রেলস্টেশন থেকে তালাইমারী পর্যন্ত সড়কের বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সড়কটি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাসিক। তবে বৃষ্টির কারণে রাস্তাটির কাজ শুরু করা যাচ্ছে না। এ সময় কাপের্টিং করলে বৃষ্টিতে আবার নষ্ট হয়ে যাবে। পরিস্থিতির কোন উন্নতিই হবে না। সে কারণে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে মহানগরীর সব সড়ক কাপের্টিংয়ের উদ্যোগে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। দুটি প্যাকেজে মোট ৬০ কোটি টাকার এ কাজ হবে। ইতোমধ্যে ১ থেকে ১৫ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডে প্রথম প্যাকেজ কাজের ৩০ কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সড়ক সংঙ্কারের কাজ নামানো হবে বলে জানিয়েছেন রাসিক কর্তৃপক্ষ। রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যেমে ৩০টি ওয়ার্ডে নষ্ট হয়ে যাওয়া সড়ক মেরামত করা হবে। সেই সঙ্গে কিছু ড্রেনও নির্মাণ করা হবে ওয়ার্ডগুলোতে। দুটি প্যাকেজে কাজটি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নগরীর সড়কগুলো মেরামত করা জরুরী হয়ে পড়েছে। সে কারণে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
×