ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরব থেকে দেশে ফিরতে আরও এক মাস সময় পেল অবৈধরা

প্রকাশিত: ০৫:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরব থেকে দেশে ফিরতে আরও এক মাস সময় পেল অবৈধরা

বিডিনিউজ ॥ সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশীদের সাজা ছাড়া দেশে ফেরার সুযোগ দিতে ‘সাধারণ ক্ষমার’ মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ অভিবাসীরা শনিবার থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ ইকামা (কাজের অনুমতি) ছাড়া বসবাসরত বাংলাদেশী, যারা এর আগে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ট্রাভেল পারমিট নেননি তারা এই সাধারণ ক্ষমার সুবিধা নিতে পারবেন। এ ছাড়া যাদের বৈধ পাসপোর্ট আছে, তারা সরাসরি জাওজাত থেকে এক্সিট সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করতে পারবেন। আর বৈধ পাসপোর্টধারীরা বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিয়ে জাওজাত থেকে এক্সিট সিল লাগিয়ে বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন। সাধারণ ক্ষমতার আওতায় যারা আগে ট্রাভেল পারমিট নিয়েও সৌদি আরবে রয়ে গেছেন, ট্রাভেল পারমিটের মেয়াদ থাকলে তারাও জাওজাত থেকে এক্সিট সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করতে পারবেন। যারা ট্রাভেল পারমিট এবং জাওজাত থেকে এক্সিট সিল নিয়েও ফ্লাইট সিডিউল না পাওয়ায় অথবা অন্য কোন কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, ট্রাভেল পারমিটের মেয়াদ থাকলে তারাও বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে ট্রাভেল পারমিটের মেয়াদ না থাকলে পুনরায় তা গ্রহণ করে এ সুযোগ কাজে লাগানো যাবে।
×